রোনালদোর প্রস্তাবে মেসিদের না
টানা দ্বিতীয়বার বিশ্ব ক্লাবের শিরোপা জয়ের পরই রিয়াল তারকা রোনালদো মন্তব্য করছিলেন রিয়ালকে ‘গার্ড অফ অনার’ দেওয়া উচিত। তবে রোনালদোর এমন প্রস্তাবে বার্সা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এ ধরনের কোনো চিন্তাই নেই তাদের।
বার্সেলোনার পরিচালক গিয়ের্মো আমোর ক্লাসিকোয় রিয়ালকে ‘গার্ড অব অনার’ দেওয়ার বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, স্প্যানিশ লিগের শেষ ম্যাচের আগেই কোনো দল চ্যাম্পিয়ন হয়ে গেলে এর পরের ম্যাচে প্রতিপক্ষ দল তাদের গার্ড অব অনার দেয়। রিয়াল যেহেতু স্প্যানিশ লিগের নয়, জিতে এসেছে ক্লাব বিশ্বকাপের শিরোপা, এতে তাদের ‘গার্ড অব অনার’ দেওয়ার তাগিদ নেই। তবে আমরা আমরা রিয়াল মাদ্রিদকে সাফল্যের জন্য অভিনন্দন জানাব।
দেপোর্তিভো লা করুনাকে বিপক্ষে ম্যাচের পর একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন এরনেস্তো ভালভেরদে। তিনিও জানিয়েছিলেন, আমরা ম্যাচটা মাত্র শেষ করলাম। আমি এ বিষয় নিয়ে ভাবিইনি।
স্প্যানিশ ফুটবলের রীতি অনুযায়ী, কোনো ক্লাব লিগ শিরোপা আগেই নিশ্চিত করে ফেললে সেই দল মৌসুমের বাকি ম্যাচগুলোয় প্রতিপক্ষের মাঠে ‘গার্ড অব অনার’ পায়। তবে ক্লাব বিশ্বকাপের ক্ষেত্রে এ রকম কোন নিয়ন নেই। আর লিগের টা মূলত একটি প্রথা, কোনো বাধ্যগত নিয়ম নয়।
এমআর/জেআইএম