ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এক ছাদের নিচে চার দেশের মেয়েরা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০২:৩২ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৭

কাল বাদে পরশু ঢাকায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার মেয়েদের নতুন এ টুর্নামেন্টে অংশ নিতে শুক্রবার ঢাকায় পৌঁছেছে অতিথি তিন দেশ ভারত, নেপাল ও ভুটানের মেয়েরা। চার দেশের বালিকা ফুটবলাররা এখন এক ছাদের নিচে। পল্টনের একটি হোটেলে টুর্নামেন্টের দলগুলোর আবাসন। বাংলাদেশের মেয়েরা শুক্রবার টিম হোটেলে উঠেছে।

সবার আগে সকাল ৮.৪০ মিনিটে ঢাকায় এসেছে ভুটানের মেয়েরা। তার পরপরই সকাল ৯.০৫ মিনিটে ভারত দল পৌঁছেছে। বিকাল সাড়ে তিনটা আসার সিডিউল থাকলেও ফ্লাইট ডিলের কারণে দেশটির মেয়েরা ঢাকায় পৌঁছেছে রাত ৮ টায়।

রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে চার দেশের এই টুর্নামেন্ট। প্রথম দিন বাংলাদেশের মেয়েরা খেলবে নেপালের বিরুদ্ধে। ম্যাচ শুরু হবে দুপুর ২.৩০ মিনিটে। সকাল ১১.৩০ মিনিটে ভারত ও ভুটানের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।

দল চারটি বলে খেলা হবে লিগ ভিত্তিতে। প্রতিটি দল পরস্পরের মোকাবিলার পর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ২৪ ডিসেম্বর দুপুর ২ টায়।

আরআই/এমএমআর/এমএস

আরও পড়ুন