গোলরক্ষকের নাটকীয় গোলে ইতিহাস বেনেভেন্তোর
গোলরক্ষক গোল করলেন, সেটাও একেবারে ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে এসে। এসি মিলানের যেন বিশ্বাসই হচ্ছিল না কি ঘটেছে। বেনেভেন্তো গোলরক্ষক আলবার্তো ব্রিগনোলিকে তখন আর পায় কে! এই এক গোলেই যে ইতিহাসের পাতায় ঢুকে পড়েছেন তিনি। সিরিআ'র ইতিহাসে প্রথমবারের মত পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বেনেভেন্তো।
জুভেন্টাস থেকে ধারে বেনেভেন্তোতে খেলতে এসেছেন ব্রিগনোলি। শেষ পর্যন্ত ৯৫তম মিনিটে তার গোলেই ইন্টার মিলানের বিপক্ষে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বেনেভেন্তো। এতে টানা ১৪ হারের রেকর্ড গড়া দলটি অবশেষে পয়েন্টের দেখা পেয়েছে।
এমন এক নাটক গড়ার নায়ক ব্রিগনোলি ম্যাচ শেষে বললেন, 'আমি শুধু নিজের জন্যই খুশি না, সবার জন্য খুশি। আমরা অনেক ম্যাচ হেরেছি। ৯০ মিনিটে অপ্রত্যাশিতভাবে যে গোলটা পেলাম, সেটাকে নিয়ে এখন উদযাপন করার সময়।'
গোল করার মুহুর্তে কি ভেবেছিলেন? অনুভূতিটা কেমন ছিল, এমন প্রশ্নের জবাবে ব্রিগনোলি বলেন, 'সিরিআ'তে এটা স্বপ্নের মত ছিল। আমাদের হারানোর কিছু ছিল না। আমি শুধু চোখটা বন্ধ করে ঝাঁপ দিয়েছিলাম। এটা গোলরক্ষকের গোল, ফরোয়ার্ডের নয়।'
এমএমআর/জেআইএম