উইলিয়ানের দিকে চোখ পড়েছে বার্সার
মেসুত ওজিলের বয়স বেড়ে গেছে। লিওনেল মেসি তাই আগেভাগেই তার ব্যাপারে 'না' বলে দিয়েছেন। বার্সেলোনা সুপারস্টারের কথাকে ভীষণ গুরুত্ব দেয় ক্লাব। মেসির চাওয়ামত তাই ব্রাজিলিয়ান কুতিনহোকে দলে নেয়ার চেষ্টা করছে তারা। তবে লিভারপুল প্লে-মেকারকে যদি শেষপর্যন্ত পাওয়া না যায়?
বিকল্প ভাবনাও ভেবে রেখেছে বার্সেলোনা। কুতিনহোকে না পেলে তার জায়গায় ভাবা হবে আরেক ব্রাজিলিয়ান উইলিয়ানের কথা। জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডোতে দলে ভেড়াতে ২৫ বছর বয়সী এই চেলসি ফরোয়ার্ডকে চোখে রেখেছে বার্সা।
কুতিনহোকে লিভারপুল থেকে বার্সায় আনতে হলে বড় অংকের টাকা গুনতে হবে। আনফিল্ডের দলটি ২০০ মিলিয়ন ইউরো দাবি করে বসেছে। যদিও কুতিনহো নিজে চাইছেন বার্সায় খেলতে। ক্লাবের কাছে তিনি ট্রান্সফার রিকোয়েস্ট পাঠিয়েছেন। বার্সা আছে অপেক্ষায়।
এদিকে, ২৯ বছর বয়সী উইলিয়ানেরও চেলসির সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। তার রিপ্লেসম্যান্ট না পেলে চেলসি নিশ্চয়ই বিক্রি করতে চাইবে না এই ফরোয়ার্ডকে। অ্যান্তোনিও কন্তের দলে অবশ্য এমনিতেও খুব একটা জায়গা হচ্ছে না উইলিয়ানের। থেমে থেমে সুযোগ পেয়ে ২০ ম্যাচে ৪টি গোল করেছেন তিনি।
এমএমআর/জেআইএম