ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অস্ট্রেলিয়া কোচের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:১১ এএম, ২৩ নভেম্বর ২০১৭

কয়েকদিন আগেই হন্ডুরাসকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। দলকে বিশ্বকাপে তোলার এক সপ্তাহ পরই অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন পোস্তেকোগলু।

পোস্তেকোগলু বলেন, ‘অস্ট্রেলিয়ার কোচ হিসেবে আমার অধ্যায়টা শেষ হলো। এটা আমার কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা ছিল। দলকে বিশ্বকাপে তোলাটা সহজ ছিলোনা। জাতীয় দলটাকে একেবারে ঢেলে সাজাতে হয়েছে। ইতালি, চিলি, নেদারল্যান্ডসের মতো দলগুলো যা পারেনি, আমরা সেটা করে দেখিয়েছি। মনে হয় এখনই বিদায় বলার মোক্ষম সময়।’

বিদায় বলায় সামনের বছর রাশিয়া বিশ্বকাপে সকারুদের ডাগআউটে দেখা যাবে না পোস্তেকোগলুকে। তবে, কি কারণে দায়িত্ব থেকে সড়ে দাঁড়াচ্ছেন তা উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, মেলবোর্ন ভিক্টরি থেকে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলের কোচ হয়ে আসেন পোস্তেকোগলু।

এমআর/পিআর

আরও পড়ুন