ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রাশিয়া বিশ্বকাপে খেলবে যে ৩২ দল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৬ নভেম্বর ২০১৭

রাশিয়া বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই অঘটন। ৬০ বছর পর এবার বিশ্বকাপ মাঠে গড়াবে ঐতিহ্যবাহী নীল রংয়ের জার্সি, ইতালিকে ছাড়াই। নীল জার্সিছাড়া যেন বিশ্বকাপটাই বেদনায় নীল হয়ে গিয়েছে। ‘অঘটনের বিশ্বকাপ’ তাহলে এখনই না দিয়ে দেয়া যায় এবারের বিশ্বকাপ আসরকে।

বিশ্বকাপের ৩০টি দল আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি ছিল দুটি। বুধবার সন্ধ্যা এবং রাতেই সেই দুটি দলও নিশ্চিত হয়ে গিয়েছে। সন্ধ্যায় সিডনিতে মধ্য আমেরিকান দেশ হন্ডুরাসকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। রাতে প্লে-অফের ফিরতি লেগে নিউজিল্যান্ডকে হারিয়ে ৩২তম দেশ হিসেবে রাশিয়া বিশ্বকাপে নাম লেখালো লাতিন আমেরিকান দেশ পেরু।

শঙ্কা ছিল বিশ্বসেরা দুই তারকা ফুটবলারের দেশ লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে নিয়ে। তবে মূল বাছাই পর্বের একেবারে শেষ ম্যাচে এসে নিজ নিজ দেশকে সরাসরি বিশ্বকাপে তোলার কৃতিত্ব দেখান মেসি এবং রোনালদো দুইজনই। অপর বিশ্বসেরা নেইমারের দেশ তো স্বাগতিক রাশিয়াছাড়া সবার আগেই বিশ্বকাপে নাম লেখায়।

এবারের বিশ্বকাপে নতুন হিসেবে খেলছে দুটি দেশ। কনকাকাফ অঞ্চল থেকে নাম লিখিয়েছে পানামা এবং ইউরোপ থেকে আইসল্যান্ড। কনকাকাফের জায়ান্ট যুক্তরাষ্ট্র এবার নেই বিশ্বকাপে। ইতালির মত বিশ্বকাপ খেলার আগেই বিদায় নিয়েছে ফুটবল পরাশক্তি নেদারল্যান্ডস। নেই টানা দুইবারের কোপা আমেরিকা জয়ী চিলি।

জাগো নিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো, কোন ৩২টি দেশ খেলবে রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।

ইউরোপ (১৪টি, স্বাগতিক রাশিয়াসহ) : রাশিয়া, বেলজিয়াম, ইংল্যান্ড, জার্মানি, আইসল্যান্ড, পোল্যান্ড, স্পেন, সার্বিয়া, পর্তুগাল, ফ্রান্স, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া, সুইডেন এবং ডেনমার্ক।

লাতিন আমেরিকা (৫টি) : ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু।

কনকাকাফ অঞ্চল (৩টি) : মেক্সিকো, কোস্টারিকা, পানামা।

আফ্রিকা (৫টি) : নাইজেরিয়া, মিশর, সেনেগাল, মরক্কো, তিউনিসিয়া।

এশিয়া (৫টি) : ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, অস্ট্রেলিয়া।

আইএইচএস/আইআই

আরও পড়ুন