ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আর্জেন্টিনার ফুটবল কর্মকর্তার আত্মহত্যা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:০০ পিএম, ১৫ নভেম্বর ২০১৭

আত্মহত্যা করলেন আর্জেন্টিনা ফুটবল দলের সাবেক একজন কর্মকর্তা। মঙ্গলবার নাইজেরিয়ার কাছে ৪-২ গোলে দল বিধ্বস্ত হবার দিনেই বুয়েন্স আয়ার্সে ট্রেনের নিচে প্রাণ দিয়েছেন হোর্হে ডেলহোন নামের সাবেক ওই ফুটবল কর্তা।

কারণটা অবশ্য তার ব্যক্তিগত। সম্মানহানির কারণেই এমন কাজ করেছেন তিনি। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, চলতি সপ্তাহে নিউইয়র্কে ফিফার করাপশন ট্রায়াল শুরু হয়। ওই ট্রায়ালের রায়ে মঙ্গলবার ঘুষ গ্রহণের দায়ে অভিযুক্ত হন ডেলহোন। খবরটি শোনার পরই আর নিজেকে ধরে রাখতে পারেননি। লজ্জায় ট্রেনের নিচে ঝাপিয়ে পড়েন তিনি।

সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর দুর্নীতি মামলার রায় সম্পর্কে স্পোর্টস মার্কেটিং এক্সিকিউটিভ আলেসান্দ্রো বুরজেকো জানিয়েছেন, ডেলহোন এবং পাবলো পালাডিনো নামের দু'জন ফুটবল ম্যাচ প্রচারের স্বত্ত্ব পাওয়ার জন্য লাখও ডলারের ঘুষ নিয়েছিলেন।

আর্জেন্টিনায় 'ফুটবল ফর অল' নামের একটি সরকারি প্রোগ্রামে কাজ করার সময় এই দুর্নীতিতে জড়িয়ে পড়েন তারা।

এমএমআর/জেআইএম

আরও পড়ুন