নেইমার বার্সা ছাড়ায় খুশি হয়েছেন জর্জি আলবা
বার্সেলোনা সমর্থকদের জন্য নেইমারের প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যাওয়ার খবরটা খুবই বেদনাদায়ক ছিল। তবে জর্জি আলবার জন্য বোধ হয় কিছুটা খুশির। বার্সার এই লেফট-ব্যাক যে এখন অনেক বেশি জায়গা নিয়ে খেলতে পারছেন। নেইমার না থাকায় তার সুবিধা হচ্ছে বলেই জানিয়েছেন এই ডিফেন্ডার।
নেইমার দলে না থাকাতে ব্যক্তিগতভাবে তিনি লাভবান হয়েছেন, অবলীলায় সেটা স্বীকার করে নিলেন জর্জি আলবা। 'মুন্দো ডিপোর্তেভো'র সঙ্গে এক সাক্ষাতকারে তিনি এ সম্পর্কে বলেন, ’এখন আমি অনেক বেশি জায়গা নিয়ে দৌঁড়াতে পারি। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারছি (নেইমার চলে যাওয়ায়), এটা আমার জন্য ভালো।’
তবে ব্রাজিল সুপারস্টার চলে যাওয়ায় দলের ক্ষতিও হয়েছে, আর সবার মত সেটাও মানছেন আলবা। তবে সবারই ব্যক্তিগত পছন্দ থাকে, মনে করিয়ে দিলেন তিনি, ‘সে একজন গ্রেট খেলোয়াড়। সে পরিবেশ, পরিস্থিতি বুঝে, অনুভুতি আর চিন্তা ভাবনাকে কাজে লাগিয়েই সিদ্ধান্ত নিয়েছে।’
এমএমআর/এমএস