ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নেইমারকে লোভ দেখিয়েই যাচ্ছে রিয়াল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:০৯ পিএম, ০৯ নভেম্বর ২০১৭

টাকার অংকটা বেশ বড় ছিল। বার্সেলোনায় সুখের সংসার ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যাওয়ার লোভটা তাই সামলাতে পারেননি নেইমার। এখন তার মনে হচ্ছে, সিদ্ধান্তটা ভুল ছিল। পিএসজিতে কোচ-সতীর্থদের সঙ্গে সম্পর্ক একদমই ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান সুপারস্টারের।

এই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছে রিয়াল মাদ্রিদ। বিশ্বের অন্যতম ধনী এই ক্লাবটি নেইমারকে দলে নেয়ার জন্য উঠেপড়ে লেগেছে। ভেতরে ভেতরে জোর তৎপরতা চালাচ্ছে স্প্যানিশ ক্লাবটি। রিয়াল অধিনায়ক সার্জিও রামোস তো বলেই দিলেন, নেইমারের জন্য দরজা খোলা রেখে দিয়েছে তার দল।

নেইমারের রীতিমত প্রশংসায় মেতেছেন রামোস। তার মত একজনকে রিয়ালে সতীর্থ হিসেবে পেলে ভীষণ খুশি হবেন, জানিয়েছেন তিনি। বার্সেলোনার সাবেক তারকা ফরোয়ার্ডকে নিয়ে তিনি বলেছেন, 'আমি সেরাদের পছন্দ করি। নেইমার নিশ্চিতভাবেই তাদের মধ্যে একজন। সম্ভবত সরাসরি রিয়াল মাদ্রিদে আসার বদলে পিএসজিতে যাওয়া তার জন্য সহজ ছিল।'

রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে গেছেন, এই ক্লাবটাও ছেড়ে দেবেন নেইমার? রিয়াল মাদ্রিদ অধিনায়ক কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না। নেইমারের জন্য দরজাটাও খোলা আছে, এমন লোভনীয় প্রস্তাব তার, 'এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কি হবে কেউ জানে না, কারণ ফুটবলে সবই হয়। আমি বলছি, তার জন্য দরজা খোলা, যদি সে আসতে চায়। তার সঙ্গে তো আমার সম্পর্কটাও দারুণ।'

এমএমআর/আইআই

আরও পড়ুন