ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ব্যর্থতার দায় নিয়ে সরে যাচ্ছেন নেদারল্যান্ডস কোচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৯ নভেম্বর ২০১৭

ব্যর্থতার দায় নিয়ে সরে যাচ্ছেন নেদারল্যান্ডস ফুটবল দলের কোচ ডিক এডভোকেট। বুধবার তিনি জানিয়েছেন, চলতি মাসে দলটির দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ শেষ হবার পরই ডাচদের দায়িত্ব ছাড়বেন।

চলতি বছরের মাঝামাঝিতে ড্যানি ব্লাইন্ডের স্থলাভিষিক্ত হিসেবে নেদারল্যান্ডস দলের দায়িত্ব নেন ৭০ বছর বয়সী এই কোচ। তৃতীয় মেয়াদে এসে ডাচদের বড় ব্যর্থতার দায় কাঁধে নিতে হয়েছে তাকে। আগামী বছর রাশিয়া বিশ্বকাপে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ডিক এডভোকেটের দল।

অথচ বিশ্বকাপের মত বড় আসরে বরাবরই সমীহ জাগানো এক দল নেদারল্যান্ডস। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় তারা ফাইনাল খেলেছে, ২০১৪ সালে ব্রাজিলে হয়েছিল তৃতীয়।

বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস। এরপর মঙ্গলবার তারা খেলবে রোমানিয়ার বিপক্ষে। এই দুই ম্যাচের পর বিদায় নেবেন, ঘোষণা দিয়ে এডভোকেট বলেছেন, 'এই দুটি আমার শেষ ম্যাচ। এরপর আমি থামছি।'

এমএমআর/জেআইএম

আরও পড়ুন