কনকনে ঠান্ডায় অনুশীলন মেসিদের
বিশ্বকাপকে সামনে রেখে দুটি প্রীতি ম্যাচ খেলতে এখন রাশিয়ার মস্কোতে লিওনেল মেসিরা। মঙ্গলবার সেখানে রীতিমত হাড় কাঁপানো শীতের মধ্যে অনুশীলন করেছে আর্জেন্টিনা দল।
রাশিয়ার রাজধানী মস্কোতে এখন সর্বোচ্চ তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন মাইনাস ১ ডিগ্রি! এমন তাপমাত্রায় স্বভাবতই হাত পা জমে যাবার জোগাড় মেসিদের।
বার্সেলোনা তারকা মেসি আর ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর দিকেই চোখ ছিল সংবাদমাধ্যমগুলোর। তারা দুজনই গলা মুখ ঢাকা মাফলার আর অ্যাডিডাসের শীত প্রতিরোধী লেগিংস পরে অনুশীলনে এসেছিলেন। দলের সদস্যদের প্রত্যেকের হাতে পায়েই ছিল শীত প্রতিরোধী মোজা।
প্রসঙ্গত, লিওনেল মেসির দুর্দান্ত পারফম্যান্সেই এবার বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়তে পড়তেও বেঁচে গেছে আর্জেন্টিনা। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মেসির হ্যাটট্রিকে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে তৃতীয় স্থান নিশ্চিত করে মূলপর্বে পা রেখেছে হোর্হে সাম্পাওলির শিষ্যরা।
এমএমআর/আরআইপি