ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হিগুয়াইনকে বাদ দিয়ে আর্জেন্টিনার দল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:২৫ এএম, ০৩ নভেম্বর ২০১৭

আর্জেন্টিনার জাতীয় দলে গঞ্জালো হিগুয়াইনের জায়গাটা ক্রমশ সংকীর্ণ হয়ে পড়ছে। ক্লাবের হয়ে ভালো করলেও হোর্হে সাম্পাওলির ২৬ জনের দলে জায়গা হয়নি জুভেন্টাস স্ট্রাইকারের। জায়গা হয়নি সেভিয়ার স্ট্রাইকার জোয়াকিন কোরেয়ারও।

বিশ্বকাপের আগে রাশিয়া এবং নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে এই দল বেছে নিয়েছেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। দলে ডাক পেয়েছেন রোমা উইঙ্গার দিয়েগো পেরোত্তি। বোকা জুনিয়র্সের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পাভনও সাম্পাওলির পছন্দের তালিকায় ঢুকে গেছেন।

আগামী ১১ নভেম্বর বিশ্বকাপের স্বাগতিক রাশিয়ার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। তিন দিন পর তারা লড়বে আফ্রিকান জায়ান্ট নাইজেরিয়ার বিপক্ষে।

জুভেন্টাসের হয়ে সর্বশেষ তিন ম্যাচে চারটি গোল করেছেন হিগুয়াইন। তারপরও সাম্পাওলির আস্থা ফেরাতে পারেননি ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার। অপরদিকে, ২০১১ সালের জুনের পর চোটের কারণে দেশের হয়ে খেলাই হয়নি পেরোত্তির। ফিটনেস ফিরে পাওয়া রোমা উইঙ্গারের দলে ফেরাটা তাই বড় এক চমকই।

আর্জেন্টিনা দল :

গোলরক্ষক : সার্জিও রোমেরো, নাহুয়েল গুজম্যান, অগাস্টিন মার্চেসিন।
ডিফেন্ডার : হ্যাভিয়ের মাচেরানো, নিকোলাস ওতামেন্দি, ফেডেরিকো ফাজিও, গ্যাব্রিয়েল মার্কাদো, জার্মান পেজিয়া, এমিলিয়ানো ইনসুয়া।
মিডফিল্ডার : এভার বানেগা, ইকুয়ার্দো সালভিয়ো, মার্কোস অ্যাকোনা, ম্যাতিস ক্রেনেভিটার, লিয়ান্দ্রো পেরেদেস, এমিলিয়ানো রিগোনি, আলেজান্দ্রো গোমেজ, দিয়েগো পেরোত্তি।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, মাউরো ইকার্দি, অ্যাঞ্জেল ডি মারিয়া, পাওলো দিবালা, দারিও বেনেদেত্তো, ক্রিশ্চিয়ান পাভন।

এমএমআর/পিআর

আরও পড়ুন