ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বেতন বাড়াতে চান না রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:৫৪ এএম, ০২ নভেম্বর ২০১৭

চিরপ্রতিদ্বন্দ্বি লিওনেল মেসির বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি হলো, নেইমার তো রেকর্ড পারিশ্রমিকেই যোগ দিলেন প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি); ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের পারিশ্রমিক নিয়ে কি ভাবছেন? গুঞ্জন আছে, ভেতরে ভেতরে ক্লাব রিয়াল মাদ্রিদকে চাপ দিয়ে যাচ্ছেন পর্তুগীজ যুবরাজ। তবে এমন গুঞ্জনকে একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন তিনি।

রোনালদো সাফ জানিয়ে দিলেন, নতুন করে চুক্তি করার কোনো চিন্তা তার মাথায় নেই। ওয়েম্বলিতে টনেনহাম হটস্পারের সঙ্গে রিয়ালের ৩-১ গোলে হারের পর এই ধরণের প্রশ্ন শুনে কিছুটা ক্ষেপেও গেলেন এই ফরোয়ার্ড।

রিয়াল মাদ্রিদে তিনি সুখী আছেন, তাই নতুন চুক্তির কথা ভাবার প্রশ্নই উঠে না-এমনটা জানিয়ে দিয়েছেন রোনালদো। এ সম্পর্কে তিনি বলেন, 'আমি রিয়াল মাদ্রিদে ভালো করছি। এখনও আমার চার বছরের চুক্তি বাকি আছে। নতুন চুক্তি চাই না। আমি ভালো আছি।'

দল ভালো করছে না একদমই। এমন সময়ে চুক্তির কথা রোনালদো বলেনই বা কি করে? চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ম্যাচে হারের পর দলকে জয়ে ফেরানো নিয়েই সব ভাবনা পর্তুগীজ যুবরাজের। তিনি বলেন, 'এটা খুব খারাপ, আমরা হারছি। জিততে অভ্যস্ত একটি দলের জন্য এটা খুবই খারাপ সময়।'

এমএমআর/জেআইএম

আরও পড়ুন