ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইএসের হুমকিতে সর্বশেষ সংযোজন আসেনসিও

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০১:১৪ পিএম, ৩১ অক্টোবর ২০১৭

রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে একের পর এক হুমকি দিয়েই যাচ্ছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ফটোশপের মাধ্যমে জনপ্রিয় ফুটবলারদের জিম্মি করার ছবি প্রকাশ করে ত্রাস ছড়িয়ে যাচ্ছে তারা। লিওনেল মেসি, নেইমার আর ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এই তালিকায় সর্বশেষ সংযোজন রিয়াল তারকা মার্কো আসেনসিও।

রোনালদো, মেসি, নেইমাররা বর্তমান ফুটবল বিশ্বের সেরা তিন তারকা। আসেনসিও অপেক্ষাকৃত কম জনপ্রিয়। তবু তিনি কেন আইএসের টার্গেট হলেন? ঘটনাটা হলো, অক্টোবরের শুরুতে স্পেন আর ইসরাইলের ম্যাচ খেলতে গিয়ে ইসরাইলে একটি সাংস্কৃতিক ভ্রমণও সেরে এসেছেন এই স্প্যানিশ ফুটবলার। এই ছবিটি প্রকাশ করার পরই তার উপর ক্ষেপেছে আইএস।

আইএসের মুখপত্র ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন আসেনসিওর এই ছবি প্রকাশ করেছে। তাদের দেওয়া পোস্টারসহ হুমকি প্রকাশ করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। ছবিতে দেখা যাচ্ছে, রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামের সামনে আইএস সদস্যের হাতে বন্দী আসেনসিও, তার পেছনে কিছু একটা ধরে আছে আইএসের ওই সদস্য। ছবির টেক্সটে লেখা, 'মার্কো আসেনসিও একজন ইহুদী। ক্রুসেডার আর ইহুদীদের এমন পরিণতিই।'

সঙ্গে তারা আরও যোগ করেছে, ‘যতবার তুমি নিজেকে শক্তিশালী করবে, ঘুরে দাঁড়াবে, বিস্মিত হবে এবং তাদের কাছে আশ্রয় চাইবে; আল্লাহ তোমার উপর রাজত্ব করবেন, যা তুমি চিন্তাও করতে পারবে না। তোমাকে আল্লাহ প্রতিশ্রুতি অনুযায়ীই শাস্তি দেবেন, তিনি কখনও প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।’

কিছুদিন আগে এক চোখ দিয়ে রক্ত ঝরে পড়ছে মেসির এমন ভয়াবহ ছবিসহ পোস্টার ছড়ায় আইএস। আর পাশে লেখা থাকে জাস্ট টেররিজম।

শুধু মেসির রক্তাক্ত ছবি নয়, ভয়াবহ আরও ছবি ছড়িয়েছে সংগঠনটি। কোনও ছবিতে দেখা গেছে বিশাল স্টেডিয়ামের বাইরে সশস্ত্র এক জঙ্গি। যে কোনও মুহূর্তেই সেই জঙ্গি আত্মঘাতী হামলা চালাতে তৈরি। কোনও ছবিতে দেখা গিয়েছে, রক্তাক্ত চপার ও পিস্তলসহ ছবি।

এতেও সন্তুষ্ট হয়নি সংগঠনটি। হুমকিটা যেন হেসে কেউ উড়িয়ে না দেয়, সে জন্য আরও লিখে দিয়েছে, ‘তোমরা এমন এক দলের সঙ্গে লড়ছ, যাদের অভিধানে ব্যর্থতা বলে কিছু নেই।’

এরপর ব্রাজিলিয়ান তারকা নেইমারের ছবি প্রকাশ করে জঙ্গি সংগঠনটি। ছবিতে দেখা যায়, মেসিকে হত্যার পর নেইমারের গলায় ধারালো অস্ত্র ধরে রাখা হয়েছে। আর পাশে লেখা ‘আমরা যতদিন আছি, তত দিন নিরাপদে থাকতে দিব না।’

একইরকম ছবি তারা প্রকাশ করে ক্রিশ্চিয়ানো রোনালদোরও। ছবিতে দেখা যায়, রোনালদোর বাঁ-চোখ থেকে রক্ত ঝরছে আর ধারালো অস্ত্র ধরে এক সন্ত্রাসী দাঁড়িয়ে আছে। আর পাশে লেখা ‘যা বলি আমরা তা করেই দেখাই.. একটু অপেক্ষা করো.. আমরাও করছি..।’

এমএমআর/এমএস

আরও পড়ুন