ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মেসির জন্য মন ভেঙেছে ম্যারাডোনার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৪ অক্টোবর ২০১৭

ডিয়েগো ম্যারাডোনার যোগ্য উত্তরসূরী বলা হয় লিওনেল মেসিকে। একটা সময় তো আর্জেন্টিনার কোচ হিসেবে মেসিদের অনেক কিছু শিখিয়েছেনও ম্যারাডোনা। ফিফা বর্ষসেরা পুরস্কারের মঞ্চে উঠে এবার উত্তরসূরীর হাতে পুরস্কার তুলে দিতে না পারায় তাই ভীষণ খারাপ লাগছে আর্জেন্টিনার ছিয়াশির বিশ্বকাপ জয়ের নায়কের!

লিওনেল মেসিকে হারিয়ে এবার টানা দ্বিতীয়বারের মত ফিফার 'দ্য বেস্ট' পুরস্কার জিতেছেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। তার হাতে পুরস্কার তুলে দিতে লন্ডনের আলো ঝলমলে মঞ্চে উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদো আর আর্জেন্টাইন কিংবদন্তী ম্যারাডোনা।

রোনালদোর হাতে পুরস্কার দিয়েছেন ঠিকই, কিন্তু ম্যারাডোনার নাকি মন কাঁদছিল মেসির জন্য। উত্তরসূরীর হাতে মর্যাদার এই পুরস্কারটি তুলে দিতে পারেননি বলে খারাপও লাগছে তার। আর্জেন্টাইন কিংবদন্তী বলেছেন, 'বেস্ট (অ্যাওয়ার্ড) রোনালদোকে দিতে এবং মেসিকে দিতে না পেরে আমার মনে অনেক কষ্ট লেগেছে।'

অনেকে মনে করেন, মেসিকে কিছুটা ঈর্ষা করেন ম্যারাডোনা। আর্জেন্টিনার জার্সিতে মেসির ব্যর্থতার জন্য তাকে অনেকবারই তুলোধুনো করেছেন এই কিংবদন্তী। দেশের জার্সিতে অধিনায়ক হিসেবে মেসির কোনো যোগ্যতা নেই, এমন কথাও বলেন তিনি। তবে ফিফার বর্ষসেরা অনুষ্ঠানের মঞ্চে বেশ আন্তরিক সময় কাটাতে দেখা গেছে আর্জেন্টিনার এই দুই ফুটবল জাদুকরকে।

এমএমআর/আরআইপি

আরও পড়ুন