নাপোলিকে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ম্যানসিটি
প্রিমিয়ার লিগের জয়ের ধারা চ্যাম্পিয়ন্স লিগেও ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। গাব্রিয়েল জেসুস, রাহিম স্টার্লিংয়ের গোলে নাপোলিকে ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। আর এ জয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে দলটি।
নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে ম্যানসিটি। এরই ধারাবাহিকতায় ম্যাচের নবম মিনিটে স্টার্লিংয়ের গোলে লিড পায় সিটি। কাইল ওয়াকারের প্রচেষ্টা ফিরে আসার পর ফিরতি বল নিখুঁত শটে জালে জড়িয়ে দেন রাহিম স্টার্লিং। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে জেসুস। কেভিন ডি ব্রুইনের মাপা ক্রসে বল জালে জড়ান ব্রাজিলিয়ান এই তারকা।
ম্যাচের ২৫ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন ডি ব্রুইনও। তবে লেরয় সানের বাড়নো বলে তার দূরপাল্লার জোরালো শট ফিরে ক্রসবারে। ম্যাচের ধারার বিপরীতে ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোলের সুযোগ পেয়েছিল নাপোলি। কিন্তু মার্টেন্সের সোজা স্পট কিক ফিরিয়ে দেন গোলরক্ষক এডারসন।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৭৩ মিনিটে আবারও পেনাল্টি পায় নাপালো। আর তা থেকে বল জালে জড়ান আমাদু দিওয়ারার। বাকি সময় আর গোল না হলে জয়ের আনন্দে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।
এদিকে দিনের অপ্র ম্যাচে এফসি মারিবোরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। আর নিজেদের মাঠে টটেনহ্যাম হটস্পার্সের সঙ্গে ১-১ ড্র করেছে রিয়াল মাদ্রিদ।
এমআর/পিআর