ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আর্জেন্টিনা-ধ্বসে বহিষ্কার ইকুয়েডরের ৫ ফুটবলার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:০৯ পিএম, ১৩ অক্টোবর ২০১৭

নিজের মাঠে খেলা, ইকুয়েডরের উপর দর্শক প্রত্যাশাটাও ছিল অনেক বেশি। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটিতে শুরুতে এগিয়েও গিয়েছিল তারা। এরপর একে একে তিনটি গোল খেলো। লিওনেল মেসি একাই হারিয়ে দিলেন ইকুয়েডরকে।

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে ৩-১ গোলে হারে মিশন শেষ করার পর ব্যর্থতার ময়নাতদন্তে নেমেছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন। তাতে বেরিয়ে এসেছে, আর্জেন্টিনা ম্যাচের আগে রাতে নাকি পাঁচ ফুটবলার টিম হোটেলের বাইরে ঘুরাঘুরি করেছেন।

এই পাঁচ ফুটবলারকেই শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করেছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন। তবে অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম চার ম্যাচে তারা সব কটিতেই জিতেছিল। কিন্তু পরের ১৪ ম্যাচে জয় পেয়েছে মাত্র দুটি। ফলে ১০ দলের গ্রুপ থেকে অষ্টম স্থান নিয়ে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলার স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে তাদের।

এমএমআর/আইআই

আরও পড়ুন