ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তান ফুটবল ফেডারেশনের ওপর ফিফার নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:১৫ এএম, ১১ অক্টোবর ২০১৭

এশিয়ান ফুটবলে আরেকটি দুঃসংবাদ, পাকিস্তান ফুটবল ফেডারেশনকে (পিএফএফ) নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে আর ফিফা আয়োজিত কোনো ম্যাচ বা প্রোগ্রামে অংশ নিতে পারবে না পাকিস্তান।

পাকিস্তান ফুটবলে তৃতীয় পক্ষ তথা তাদের দেশের আদালতের নির্বাচিত প্রশাসন হস্তক্ষেপ করছে বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ফিফা মনে করছে, আদালত নির্বাচিত প্রশাসনের দ্বারা পিএফএফের সাংগঠিক এবং আর্থিক বিষয়গুলো চলছে। এতে করে স্বাধীনভাবে কাজ করতে পারছে না তারা।

এই সমস্যার সমাধান হলেই কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবে ফিফা। নিষেধাজ্ঞার কারণে পাকিস্তান ফুটবল ফেডারেশন কিংবা তাদের সদস্যরাও ফিফার সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে। এতে ফিফা এমনকি এশিয়ান ফুটবল ফেডারেশনেরও কোনো ডেভেলপমেন্ট প্রোগ্রাম, কোর্স, ট্রেনিংয়ে অংশ নিতে পারবে না পিএফএফ।

এছাড়া ফিফার আইন অনুযায়ী, এখন থেকে অন্য সদস্যরাও পাকিস্তান ফুটবল ফেডারেশনের সঙ্গে কোনো ধরণের যোগাযোগ রাখতে পারবে না।

এমএমআর/এমএস

আরও পড়ুন