ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

'মেসি তো একা সব করতে পারবে না'

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৯ অক্টোবর ২০১৭

গত বিশ্বকাপের রানার্সআপ তারা। অথচ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা খেলতে পারবে কি না, সেটা নিয়েই এখন বড় শংকা। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সেরা চার দল সরাসরি খেলবে বিশ্বকাপে। লিওনেল মেসির আর্জেন্টিনা এখন পয়েন্ট তালিকার ছয় নাম্বারে।

নিদেনপক্ষে প্লে-অফ খেলতে হলেও আর্জেন্টিনাকে সেরা পাঁচের মধ্যে থাকতে হবে। এজন্য বাছাইপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয়ের বিকল্প নেই মেসিদের। ক্লাব ফুটবলে প্রায় সব পেয়ে যাওয়া লিওনেল মেসি কি পারবেন জাতীয় দলকে এমন কঠিন পরীক্ষায় উৎড়ে দিতে?

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে যাওয়ার অপেক্ষায় থাকা উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ মনে করছেন, মেসি একা সব করতে পারবেন না। মেসিকে নিয়ে তিনি বলেছেন, 'সে অনেক বড় একজন খেলোয়াড়, কিন্তু একা তো সব করতে পারবে না। এটা একটা দলীয় খেলা।'

ফুটবল এমন একটি খেলা যেখানে সবসময় একজন সেরা খেলোয়াড় দিয়ে জেতা যায় না, মনে করিয়ে দিচ্ছেন তাবারেজ। উরুগুয়ের কোচ এ সম্পর্কে বলেন, 'ফুটবল কোনো সহজ খেলা নয়। সেরা খেলোয়াড়রা সব সময় সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। পরিসংখ্যান অবশ্যই কথা বলে। তবে মেসির পরিসংখ্যান দেখুন। পুরো ক্যারিয়ারে সে কি দারুণ, আপনি এটা দেখলে বিশ্বাস করতে পারবেন না।'

কিন্তু শেষপর্যন্ত যদি আর্জেন্টিনা বিশ্বকাপে খেলতে না পারে, মেসির ক্যারিয়ারে সেটা দাগ ফেলবে না? অস্কার তাবারেজ এমনটাও মানতে নারাজ, 'দেখুন, ফুটবল ইতিহাসে এমন অনেক খেলোয়াড় আছেন, যারা বিশ্ব চ্যাম্পিয়ন হয় নি। এটাকে আমি দাগ হিসেবে দেখি না এবং এমনটা হওয়াও উচিত নয়।'

এমএমআর/আইআই

আরও পড়ুন