বার্সেলোনার মেসিকে আর্জেন্টিনার জার্সিতেও চান কোচ
পেরুর বিপক্ষে ড্রয়ের পর একেবারে খাদের কিনারায় অবস্থান করছে আর্জেন্টিনা। ১৯৭০ সালের পর আরেকটি বিশ্বকাপে দর্শক হয়ে থাকার শঙ্কায় আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরকে হারাতেই হবে। আর এমন পরিস্থিতিতে আর্জেন্টিনা কোচ তাকিয়ে আছেন মেসির দিকে। পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড়ের কাছে কোচের চাওয়া একটাই, বার্সেলোনার মেসি খেলুক আর্জেন্টিনার জার্সিতে।
বার্সার জার্সিতে চলতি মৌসুমে দুর্দান্ত সময় পার করছেন মেসি। প্রতি ম্যাচেই প্রায় নিজে গোল করছেন এবং সতীর্থদের দিয়ে গোল করিয়ে দলে জয় এনে দিচ্ছেন। এখন পর্যন্ত ১১ ম্যাচে করেছনে ১৪ গোল। কিন্তু আর্জেন্টিনার জার্সিতে সে ছন্দ দেখা যাচ্ছে না তাকে।
বাঁচা-মরার ম্যাচে তাই বার্সেলোনার মেসিকে দেখার আশায় সাম্পাওলি। তিনি বলেন, ‘ক্লাবের হয়ে মেসি যেমন খেলে, দেশের পক্ষেও তেমন খেলা শুরু করা উচিত। ও আমাদের দলের মূল খেলোয়াড়। ৪-২-৩-১ ফরমেশন লিওকে বক্সের আশপাশে খেলার এবং ওকে সেরাটা দেওয়ার সুযোগ করে দিচ্ছে।’
এবার দেখার বিষয় মেসিকে কি আর্জেন্টিনার জার্সিতে বার্সার মেসি হয়ে উঠতে পারবেন, না কি ১৯৭০ সালের পর আরেকটি বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
এমআর/আইআই