ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাতশুয়াই ঝলকে চেলসির অ্যাটলেটিকো-জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:১৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৭

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে চেলসির বিপক্ষে কখনো হারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই রেকর্ডটা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা ছিল বুধবার রাতেও। হতে দিলেন না মিচি বাতশুয়াই। ম্যাচের বেশিরভাগ সময় সাইডবেঞ্চে থাকা বেলজিয়ান স্ট্রাইকার শেষমুহুর্তে সুযোগ পেয়ে চেলসির অ্যাটলেটিকো আক্ষেপ ঘুচিয়ে দিয়েছেন ২-১ গোলের দারুণ জয়ে।

ম্যাচ শেষ হতে তখন মাত্র ৭ মিনিট বাকি। দুই দল ১-১ সমতায়। আলভেরো মোরাতার বদলি হিসেবে বাতশুয়াইকে মাঠে নামান চেলসির কোচ অ্যান্তোনীয় কোন্তে।

স্বল্প সুযোগকে গল্প বানানোর কাজটা বেশ ভালোভাবেই করেছেন বাতশুয়াই । ম্যাচের একদম অন্তিম মুহুর্তে এসে দারুণ এক গোল করে চেলসি শিবিরকে আনন্দে ভাসিয়েছেন তিনি।

অথচ ম্যাচের ৪০ মিনিটে আঁতোয়া গ্রিজমানের পেনাল্টি গোলে নিজেদের নতুন মাঠ ওয়ান্ডা মেট্রোপলিতানে এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকোই। এরপর দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে এডেন হ্যাজার্ডের ক্রসে মাথা ছুঁইয়ে চেলসিকে সমতায় ফিরিয়েছিলেন আলভারো মোরাতা।

এদিকে, 'এ' গ্রুপে রোমেলু লুকাকোর জোড়া গোলে সিএসকেএ মস্কোর মাঠে ৪-১ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এমএমআর/আরআইপি

আরও পড়ুন