ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

র‌্যাংকিংয়ে ব্রাজিল-আর্জেন্টিনার অবনতি

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৭

বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার সঙ্গে ড্রতেই কপাল পুড়ল পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। ফিফা র‌্যাংকিংয়ের দ্বিতীয় অবস্থানে নেমে গেছে ব্রাজিল। আর চেক প্রজাতন্ত্র ও নরওয়ের বিপক্ষে বড় জয়ের পুরস্কার হিসেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের টপকে শীর্ষে উঠে গেছে জার্মানি।

আজ বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে ১৬০৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে জার্মানি। ১৫৯০ রেটিং নিয়ে দুইয়ে ব্রাজিল। গত সপ্তাহের বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই জয় পাওয়া ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল ১৩৮৬ রেটিং নিয়ে তিন ধাপ এগিয়ে উঠে এসেছে র‌্যাংকিংয়ের ৩ নম্বরে। টানা দুই ড্রয়ে ১৩২৫ রেটিংয়ে একধাপ নেমে গিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা এখন ৪ নম্বরে।

ইউরোপের প্রথশ দল হিসেবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা বেলজিয়াম ৪ ধাপ এগিয়ে এখন ৫ নম্বরে। একধাপ পিছিয়ে পোল্যান্ড ৬ নম্বরে। তিন ধাপ অবনতি হয়ে সুইজারল্যান্ড আছে ৭ নম্বরে। দুই ধাপ এগিয়ে ফ্রান্স উঠে এসেছে ৮ নম্বরে। আর চিলি ও কলম্বিয়া আছে যথাক্রমে ৯ ও ১০ নম্বরে।

এমআর/জেআইএম

আরও পড়ুন