টানা তিন জয়ের পর ড্র শেখ জামালের
শিরোপা প্রত্যাশি চট্টগ্রাম আবাহনীর সঙ্গে সমানতালেই এগুচ্ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অষ্টম ম্যাচ জিতলে চট্টলার দলটির সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই লিগ বিরতিতে যেতে পারতো সাবেক চ্যাম্পিয়নরা; কিন্তু মঙ্গলবার তাদের রুখে দিয়েছে প্রিমিয়ার লিগের নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের ম্যাচে দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
দুই পয়েন্ট হারানোর ম্যাচে শেখ জামাল হারিয়েছে তাদের ডিফেন্ডার খান মোহাম্মদ তারাকেও। ৮৬ মিনিটে সরাসরি লাল কার্ড দিয়ে মাঠ থেকে বের করে দিয়েছেন রেফারি সুজিত ব্যানার্জি।
আগের তিন ম্যাচে শেখ জামাল হারিয়েছে আরামবাগ, মুক্তিযোদ্ধা ও ব্রাদার্সকে। তাদের এ ড্রয়ে হাসি ফুটেছে চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তাদের মুখে। অষ্টম রাউন্ড শেষে ২২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে গতবারের রানার্সআপরা। অন্য দিকে শেখ জামাল ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ড্র করে চ্যাম্পিয়ন আবাহনীকে টপকিয়ে নবাগতরা উঠলো তিনে।
আরআই/আইএইচএস/এমএস