টানা তিন জয়ে তিনে সাইফ
শুরুর ধাক্কাটা বেশ ভালোভাবেই কাটিয়ে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব। আবাহনীর কাছে হার দিয়ে শুরুর পরের তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে তিনে উঠেছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ রানার্সআপ হয়ে প্রিমিয়ারে ওঠা দলটি।
চতুর্থ রাউন্ড শেষে সাইফ এখন আবাহনীরও ওপরে। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের খেলায় তারা ২-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে কলম্বিয়ার ভ্যালেন্সিয়া ও মতিন মিয়া গোল করে সাইফকে এনে দেন তৃতীয় জয়।
৫৫ মিনিটে সাইফের ডিফেন্ডার রিয়াদ ডান দিক মুক্তিযোদ্ধার সীমানায় ঢুকে কাটব্যাক করলে ভ্যালেন্সিয়া গোল করেন। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মতিন মিয়া। দুই জনকে কাটিয়ে বল নিয়ে ঢুকে বল দিয়েছিলেন ভ্যালেন্সিয়াকে। কলম্বিয়ান ফরোয়ার্ডও ওয়ানটাচে বলটি আবার দিয়ে দেন মতিনকে। বল জালে পাঠাতে কোনো ভুল করেননি এ সিলেটি তরুণ।
সাইফ স্পোর্টিং ক্লাবকে গোলের জন্য দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হতো না যদি প্রথম মিনিটে তপু বর্মন সুযোগ কাজে লাগাতে পারতেন। জামাল ভুইয়ার ফ্রি-কিক তপুর সামনে পড়লেও তিনি বলে যেতে পারেননি।
চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামালের পরে সাইফ স্পোর্টিং ক্লাব। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। আগের দুই ম্যাচে রহমতগঞ্জ ও আরামবাগকে হারিয়েছিল মুক্তিযোদ্ধা।
আরআই/এনইউ/পিআর