ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রোনালদোর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে রিয়াল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৫ এএম, ১৫ আগস্ট ২০১৭

বার্সার বিপক্ষে লাল কার্ড দেখার পর মেজাজ হারিয়ে রেফারিকে মৃদু ধাক্কা দিয়ে বসেন রিয়াল তারকা রোনালদো। আর এ অপরাধে শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনালদোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তবে রোনালদোর এই নিষেধাজ্ঞা মেনে নিতে পারছে তার দল। তাই এর বিরুদ্ধে আপিল করবে রিয়াল মাদ্রিদ।

বার্সার মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচের ৫৮ মিনিটে স্বাগতিক দর্শকদের দুয়ো ধ্বনির মধ্য দিয়ে বেনজামার পরিবর্তে মাঠে নামেন রোনালদো। ম্যাচের ৮০ মিনিটে নিজের জাদু দেখান রোনালদো। পাল্টা এক আক্রমণে ইসকোর বাড়ানো বল ধরে পিকেকে বোকা বানিয়ে ডি-বক্সে ঢুকেই জোরালো শটে বল জালে জড়িয়ে স্বাগতিক দর্শকদের দুয়ো ধ্বনির জবাব দেন পর্তুগিজ অধিনায়ক।

গোলের পর জার্সি খুলে উৎযাপন করতে গিয়ে দেখেন হলুদ কার্ড। আর যেটিই পরে বিপদ দেকে আনল তার জন্য। দুই মিনিট পর ডি-বক্সে ডাইভের অভিযোগে রোনালদোকে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখান রেফারি। তবে লাল কার্ড দেখে মেজাজ হারিয়ে হাত দিয়ে রেফারির পিঠে ধাক্কা দিয়ে বসেন চার বারের বর্ষসেরা এই ফরোয়ার্ড।

আপিলের কথা জানিয়ে রিয়াল কোচ জিদান বলেন, ‘রোনালদোর বহিষ্কারে আমি ক্ষুব্ধ। হয়তো এটা পেনাল্টি ছিল না, কিন্তু লাল কার্ড দেখানোটা একটু কঠোর হয়ে গেছে। তার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আমরা আপিল করবো, যাতে বুধবার (দ্বিতীয় লেগে) তার খেলা নিশ্চিত হয়।’

এমআর/জেআইএম

আরও পড়ুন