কুটিনহোকে নিয়ে বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল লিভারপুল
রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমিয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে নিতে ২২২ মিলিয়ন ইউরো খরচ করেছে ফরাসি ক্লাবটি। বলার অপেক্ষা রাখে না যে, নেইমার চলে যাওয়ায় বার্সার আক্রমণভাগ কিছুটা দুর্বল হয়ে পড়েছে।
সেই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে কাতালান ক্লাবটি। নেইমারের বিকল্প খুঁজছে বার্সা। অনেকের নামই শোনা যাচ্ছে। ফিলিপে কুটিনহো তাদেরই একজন। ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে খুব করে চাইছে আগুস্তো ভালভার্দের দল।
কুটিনহোর জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বার্সা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৯৫০ কোটি টাকা। তবে কুটিনহোকে ছাড়তে চায় না লিভারপুল। তাকে নিয়ে বার্সার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অল রেডসরা। খবর বিবিসির।
২০১৩ সালে ৯.৪৩ মিলিয়ন ইউরোর (প্রায় ৯০ কোটি টাকা) বিনিময়ে ইন্টার মিলান থেকে কুটিনহোকে দলে ভিড়িয়েছিল লিভারপুল। অ্যানফিল্ডের ক্লাবটির আক্রমণভাগের অন্যতম ভরসায় পরিণত হন তিনি। ১৩৮টি ম্যাচ খেলেছেন। নামের পাশে যোগ করেছেন ৩৮টি গোল।
এনইউ/জেআইএম