ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নেইমারকে বিশ্বসেরা বানাতে চান আর্জেন্টাইন পাস্তোরে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০৭ আগস্ট ২০১৭

নেইমার পিএসজিতে আসছেন- এটা নিশ্চিত হতে না হতেই আর্জেন্টাইন স্ট্রাইকার হ্যাভিয়ের পাস্তোরে ঘোষণা দিয়েছেলেন ১০ নম্বর জার্সিটা তিনি দেবেন ব্রাজিলিয়ান এই সুপার স্টারকে। এবার তিনি ঘোষণা দিলেন, নেইমারকে তিনি বিশ্বসেরা ফুটবলার হিসেবে গড়ে তুলতে চান। নেইমার যেন বিশ্বসেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন, তার সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।

বৃহস্পতিবারই নেইমারের পিএসজিতে আসা নিশ্চিত হয়ে যায়। এরপর শনিবার রাতে ছিল মৌসুমে পিএসজির প্রথম ম্যাচ। যদিও এই ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে গ্যালারিতে বসেই তিনি দেখেছেন নিজের দলের জয়। ২-০ গোলে এমিয়েন্সকে হারিয়েছে নেইমারের দল। ম্যাচ শুরুর আগেই পার্ক ডি প্রিন্সেসে নেইমারকে বীরোচিত সংবর্ধনা দেয়া হয়। এরপরই তিনি দেখেন, তার আগমণ উপলক্ষে সেজে উঠেছে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারও।

নেইমাকে কিনতে প্রাথমিকভাবেই ২২২ মিলিয়ন ইউরো ব্যায় করতে হয়েছে পিএসজিকে। শুধু তাই নয়, নেইমারকে বার্ষিক ৩০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দিতে হবে পিএসজিকে। নেইমার যেন পিএসজিতে নিজের মত করে মানিয়ে নিতে পারে এ কারণে পাস্তোরে নিজের ১০ নম্বর জার্সি ছেড়ে গ্রহণ করেছেন ২৭ নম্বর জার্সি। যদিও ১০ নম্বর ছেড়ে দেয়াটা খুব সহজ ছিল না তার জন্য।

পাস্তোরে এ নিয়ে বলেন, ‘১০ নম্বর জার্সি ছেড়ে দেয়াটা খুব সহজ ছিল না। আমাকে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর আন্তেরো হেনরিক অন্তত পাঁচদিন বলেছেন, ১০ নম্বর জার্সিটি ছেড়ে দেয়ার জন্য। আমি জানি, নেইমার ১০ নম্বর পছন্দ করবেন এবং এটা দলের জন্যও বেশ উপকারী হয়।’

তাহলে ১০ নম্বর ছেড়ে ২৭ নম্বর ব্যবহার করাটা কী তার জন্য কষ্টকর? জবাবে পাস্তোরে বলেন, ‘না, এটা আমার জন্য সমস্যার কিছু নয়। আমি এই নাম্বারটাও পছন্দ করি। জ্লাতান ইব্রাহিমোভিচের পর এই নাম্বারটা ব্যবহার করতে আমার খুব ভালো লেগেছিল। এখন এটা ব্যবহার করবে নেইমার।’

মেসি-রোনালদোর সঙ্গে সমানভাবেই উচ্চারিত হয় নেইমারের নাম। কিছুদিন আগেই তিনি ইচ্ছা প্রকাশ করেন, ব্যালন ডি’অর জিততে চান। পাস্তোরেও চান, নিজের ক্লাব সতীর্থকে বিশ্বসেরা হতে সহযোগিতা করতে। তিনি বলেন, ‘নেইমার বিশ্বসেরা একজন ফুটবলার। তিনি এখন আমাদের মাঝে এবং এটা আমাদের জন্য খুবই চমৎকার একটি বিষয়। তার আগমনে আমরা সবাই খুশি। এখন তাকে বিশ্বসেরা হিসেবে প্রমাণ করার দায়িত্ব আমাদের।’

নেইমারকে নিয়ে নিজেদের কাজ কী হবে সেটা জানালেন পাস্তোরে। তিনি বলেন, ‘আমরা চাই শুধু তাকে স্বাধীনভাবে খেলতে দেয়া এবং ক্লাবের হয়ে সব কিছু জয়ে অবদান রাখা।’

আইএইচএস/আরআইপি

আরও পড়ুন