ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মোহামেডানের বিরুদ্ধে আবাহনীর নাটকীয় জয়

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৩:২৪ পিএম, ০৭ আগস্ট ২০১৭

রুবেল মিয়ার শেষ মিনিটের গোলে মোহামেডানের বিরুদ্ধে ১-০ গোলের নাটকীয় জয় পেয়েছে আবাহনী। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের অন্তিম মুহূর্তে জীবনের পাস থেকে রুবেল মিয়া গোল করেন। রুবেলের দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে ফিরল প্রিমিয়ার লিগের ৫ বারের চ্যাম্পিয়ন আবাহনী। আগের ম্যাচে আকাশী-হলুদরা হেরেছিল ফরাশগঞ্জের কাছে।

আবাহনীর কাছে হারের লজ্জার হ্যাটট্রিক হয়ে গেলো মোহামেডানের। প্রিমিয়ার লিগ টানা তিন ম্যাচ হারলো তারা। এর আগে মোহামেডান হারে শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনীর কাছে। দুই চিরপ্রতিদ্বন্দী দলের ম্যাচে আবাহনীই খেলেছে প্রধান্য নিয়ে।

আবাহনীর ইনজুরি সময়ের করা ওই গোলের আগের মিনিটেই দুবার সহজ সুযোগ পেয়েছিল মোহামেডান; কিন্তু নাইজেরিয়ান এনকোচা কিংসলে বলে-পায়ে সংযোগ ঘটাতে পারেননি। তকলিসের শট ফিরিয়ে দিয়েছিলেন আবাহনীর গোলরক্ষক সোহেল। সেই বল ধরে ডান দিক দিয়ে ঢুকে গোলমুখে দুর্দান্ত ক্রস নিয়েছিলেন অনিক হোসেন। বলটি কিংসলের সামনে দিয়ে চলে গেলেও পা লাগাতে পারেননি।

গোলের জন্য আবাহনীকেও শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হতো না, যদি পোস্টে দেয়াল হয়ে না দাঁড়াতেন মোহামেডানের গোলরক্ষক মামুন খান। আবাহনী যখন একের পর এক আক্রমণ করে তছনছ করছিল মোহামেডানের রক্ষণভাগ, তখন মামুন খান একাই সব আক্রমণ ঠেকিয়েছেন বুক চিতিয়ে।

৫৮ মিনিটে এমেকার হেড ডান দিকে ঝাঁপিয়ে কর্নার করেন মামুন খান। ৬০ মিনিটে সামাদ ইউছুপের দূরপাল্লার শটও ঠেকিয়ে দেন কর্নারের বিনিময়ে। ৬৮ মিনিটে আবার এমেকার হেড রুখে দেন জাতীয় দলের এ গোলরক্ষক। গোলদাতা রুবেল মিয়ার একটি শটও দ্বিতীয়ার্ধে রুখে দেন ডান দিকে ঝাপিয়ে পড়ে।

তিন ম্যাচ শেষে আবাহনীর সংগ্রহ ৬ পয়েন্ট। মোহামেডান পারেনি এখনো পয়েন্টের খাতা খুলতে।

আরআই/আইএইচএস/এমএস

আরও পড়ুন