বরুশিয়াকে হারিয়ে শিরোপা জিতল বায়ার্ন
মৌসুম শুরুর আগে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিলো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিক। শনিবার জার্মান সুপার কাপের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডকে ট্রাইবেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে দলটি। এর আগে নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতায় ছিল।
মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে শুরু থেকেই বায়ার্ন শিবিরে আক্রমণ চালিয়ে খেলতে থাকে বরুশিয়া। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১২ মিনিটে গোল করে দলকে লিড ক্রিস্টিয়ান পুলিসিক। তবে খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি দলটি। ছয় মিনিট পর বায়ার্নকে সমতায় ফেরান রবার্ট লেভানডফস্কি।
বিরতি থেকে ফিরে আবারও বরুশিয়াকে এগিয়ে দেন আউবামেয়াং। ম্যাচের ৭১ মিনিটে গোল করেন ফরাসি বংশোদ্ভূত গ্যাবনের এই খেলোয়াড়। তবে ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে বায়ার্নকে আবার সমতায় ফেরান কিমিচিচ।
নির্ধারিত সময়ের খেলা ২-২ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। আর সেখানে বার্তা গোল করতে ব্যর্থ হলে ৫-৪ গোলের জয়ের আনন্দে মাঠ ছাড়ে বায়ার্ন।
এমআর/এমএস