ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এল ক্ল্যাসিকোয় রোনালদোকে পাচ্ছে না রিয়াল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৯ জুলাই ২০১৭

রিয়াল মাদ্রিদের পুরো যুক্তরাষ্ট্র সফরেই দলের বাইরে ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানইউর সঙ্গে ড্র কিংবা ম্যানসিটির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচের পর রিয়াল মাদ্রিদের সামনে প্রীতি এল ক্ল্যাসিকো। মিয়ামিতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। প্রীতি ম্যাচ হলেও রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচ বলে কথা। এই ম্যাচও থাকবে উত্তেজনায় ভরপুর।

অথচ এমন ম্যাচেই কি না রিয়াল পাচ্ছে না দলের সেরা তারকাকে। ম্যানইউ, ম্যানসিটির বিপক্ষে দলে না থাকলেও সবাই ধরে নিয়েছিল সিআর সেভেন বুঝি থাকবেন এল ক্ল্যাসিকোয়। কিন্তু, আয়োজক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, এই ম্যাচও রিয়াল মাঠে নামবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই।

জমজ সন্তানকে সময় দিতে রিয়ালের কাছ থেকে ছুটি নিয়েছিলেন রোনালদো। সেই ছুটি এবং ব্যক্তিগত প্রতিশ্রুতির কারণেই মিয়ামিতে এল ক্ল্যাসিকো খেলতে পারবেন না বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের আয়োজক কর্তৃপক্ষ রিলেভেন্ট স্পোর্টসের চেয়ারম্যান, চার্লি স্টিলিটানো। মিয়ামি হেরাল্ডকে তিনি বলেন, ‘দুর্ভাগ্যক্রমে রোনালদো ব্যক্তিগত প্রতিশ্রুতির কারণে তাকে এই টুর্নামেন্ট থেকে সরিয়ে রেখেছে।’

স্টিলিটানো আরও বলেন, ‘রোনালদো ব্যক্তিগতভাবেও চেয়েছিলেন এই ম্যাচটি খেলতে। এটা তার জন্য এমন এক পরিস্থিতি ছিল, যে কারণে শেষ দিন পর্যন্ত তিনি অপেক্ষা করেছেন। শেষ পর্যন্ত যখন পারলেন না, তখন জানিয়ে দিলেন তিনি এই ম্যাচ খেলতে পারবেন না।’

আইএইচএস/এমএস

আরও পড়ুন