ইতালিকে বিদায় করে সেমিতে পর্তুগালকে পেল জার্মানি

প্রথম লেগেই ২-১ গোলের জয়ে সেমির পথে অনেকটা এগিয়ে ছিল জার্মানি। ইতালির এই ব্যবধান টপকে সেমিতে উঠতে হলে অন্তত ২ গোলের ব্যবধান প্রয়োজন ছিল। জার্মানিতে গিয়ে ২টি নয়, ৩ গোল দিয়েছিল আজ্জুরিরা; কিন্তু ৩ গোল দিলে কি হবে, উল্টো ৩টি গোল যে হজমও করতে হলো!
গোলের ব্যবধান জার্মানির পক্ষে। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে ইতালিকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করলো জার্মানি। ফাইনালে ওঠার লড়াইয়ে জার্মানি পেলো ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে। যারা ৫-২ গোলে ডেনমার্ককে হারিয়ে সেমিফাইনালে নাম লিখেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বরুশিয়া ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইদুনা পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে জার্মানি প্রথমার্ধেই তিন গোল করে বসে। জসুয়া কিমিখ, জামাল মুসিয়ালা এবং টিম ক্লিনডিয়েনস্ট। দ্বিতীয়ার্ধে এসে তিন গোল করে ইতালি। এর মধ্যে জোড়া গোল করেন মইসে কিন এবং অন্য গোলটি করেন জিয়ানকোমো রাসপাদোরি।
আইএইচএস/
বিজ্ঞাপন