ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাব্বিরের ৯ ছক্কায় লড়াকু পুঁজি ঢাকার

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৭ পিএম, ০৯ জানুয়ারি ২০২৫

এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের চতুর্থ ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন সাব্বির রহমান। তবে চলতি আসরে নিজের প্রথম ম্যাচে কিছুই করতে পারেননি। ৭ বলে ২ রান করেই আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচেই আসল রূপ দেখালেন ডানহাতি মারকুটে ব্যাটার। চিটাগং কিংসের বিপক্ষে এক এক করে ৯টি ছক্কা হাঁকালেন তিনি। সঙ্গে চার মারলেন ৩টি।

আজ বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ক্যামিও দেখিয়ে ৩৩ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন সাব্বির। ডানহাতি ব্যাটারের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে ৫ উইকেটে ১৭৭ রানের লড়াকু পুঁজি করেছে ঢাকা। অর্থাৎ জিততে হলে চিটাগং কিংসকে করতে হবে ১৭৮ রান।

ঢাকাকে লড়াই করার মতো পুুঁজি জোগাড় করে দিতে সাব্বিরের আগে বড় অবদান রেখেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৪৮ বলে ৫৪ রানের (৪ চার ২ ছক্কা) দারুণ ইনিংস খেলে সাজঘরে ফেরেন বাঁহাতি ব্যাটার।

সাব্বিবের সঙ্গে অপরাজিত থাকা ফরমানুল্লাহ করেছেন ৯ বলে ১০ রান। বাকিদের কেউ দাঁড়াতেই পারেননি। দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি আউট হওয়া ৪ ব্যাটার- জেসন রয় (৪ বলে ১), স্টিফেন এসকিনাজি (১৪ বলে ৫), শাহাদাত হোসেন দীপু (৯ বলে ১০) ও থিসারা পেরেরা (২ বলে ১)।

চিটাগং কিংসের হয়ে বল হাতে ২১ রানে ৩ উইকেট শিকার করেন খালেদ আহমেদ।

এমএইচ/জেআইএম