রোহিত-কোহলিকে ঘরোয়া ক্রিকেটে ফেরার পরামর্শ
ভারতীয় দলের সাবেক হেড কোচ রবি শাস্ত্রী মনে করেন, ইংল্যান্ড সফরের আগে নিজেদের ফর্ম পুনরুদ্ধারের জন্য বিরাট কোহলি এবং রোহিত শর্মার ঘরোয়া ক্রিকেটে ফিরে যাওয়া উচিত।
শাস্ত্রীর এই পরামর্শ এসেছে ভারতের অস্ট্রেলিয়ায় ৩-১ সিরিজ পরাজয়ের প্রেক্ষিতে। রোহিত শর্মা সিডনিতে শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন, কারণ তিনি পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করতে পেরেছিলেন।
অন্যদিকে, কোহলি সিরিজের শুরুতে পার্থে ভারতের জয়ে সেঞ্চুরি করলেও পরে ধারাবাহিকতা রাখতে ব্যর্থ হন। তার সব আউটই কট বিহাইন্ড বা স্লিপ কর্ডনে ক্যাচ দিয়ে হয়।
ভারতীয় দলের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরও মনে করেন, লাল বলে খেলার প্রতি অঙ্গীকারবদ্ধ হলে খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়া উচিত।
শাস্ত্রী এই প্রসঙ্গে বলেন, ‘আমার কাছে ফিটনেস খুব গুরুত্বপূর্ণ। এটি অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অভিজ্ঞতার কোনো বিকল্প নেই, তবে বর্তমান ফর্ম এবং ফিটনেস আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ছয় মাসে প্রচুর একদিনের ক্রিকেট খেলা হবে। কিন্তু যখন একজন অভিজ্ঞ খেলোয়াড় খেলে, তার ব্যাটিং দেখে বোঝা যায় তিনি টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত কি না।’
ভারতের সাবেক কোচ যোগ করেন, ‘আমি খুব কাছ থেকে একদিনের ম্যাচগুলো দেখব, চ্যাম্পিয়ন্স ট্রফি দেখব, কিছুটা আইপিএলও দেখব। এবং সম্ভব হলে, যদি তারা (কোহলি-রোহিত) সময় পায়, আমি মনে করি তাদের ঘরোয়া ক্রিকেটে ফিরে খেলা উচিত। কারণ দীর্ঘ সময় টেস্ট ক্রিকেট খেলার পর ঘরোয়া ক্রিকেট খেলা গুরুত্বপূর্ণ।’
এমএমআর/জিকেএস