সুজনের প্রশ্ন, ফাহিম ভাই কি ক্রিকেট অপারেশন্সের মাস্টার?
ভেতরে ভেতরে মনোমালিন্য, মত পার্থক্য এবং ব্যক্তিত্বের সংঘাত ছিলই। তবে সেটা প্রকাশিত হয়নি। অস্ফুট ছিল; কিন্তু গতকাল ৫ জানুয়ারী তা প্রকাশ পেয়েছে। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমই তা প্রকাশ করেছেন। জানিয়ে দিয়েছেন, বিসিবি প্রধান ফারুক আহমেদের সাথে তার (ফাহিমের) পরিষ্কার মত পার্থক্য আছে। তাদের মধ্যে যে একটা ব্যক্তিত্বের দ্বন্দ্ব আছে, তাও ফুটে উঠেছে ফাহিমের কথায়। কথা প্রসঙ্গে ফাহিম বলে বসেন, তার কাজের স্বাধীনতা নেই। এভাবে চলতে থাকলে তিনি বোর্ডে নাও থাকতে পারেন।
ফাহিমের এমন কথার প্রেক্ষিতে গতকাল রোববার সন্ধ্যায় প্রেস কনফারেন্স ডেকে কথা বলেন বিসিবি সভাপতি। মিডিয়াকে জানিয়ে দেন, বুঝিয়ে দেন তার (ফারুক) এবং ফাহিমের মাঝে দুরত্ব আছে। কিছু ভুল বোঝাবুঝিও হয়েছে। তারা নিজেরা কথা বলে তার অবসানও ঘটিয়েছেন। তবে বিসিবি সভাপতি ফারুকের দাবি, ‘ফাহিম ভাই বিসিবি থেকে পদত্যাগের কথা বলেননি।’
এদিকে গতকাল রোববার ফাহিম ও ফারুকের পাল্টা-পাল্টি মন্তব্যে একটি বিষয় পরিষ্কার হয়েছে। তাহলো, বোর্ডের অভ্যন্তরে মত পার্থক্য, দ্বন্দ্ব আছে এবং বিসিবি সভাপতি ও পরিচালক ফাহিমের পারষ্পরিক সম্পর্ক ততটা ভাল নয়। সম্প্রীতি কম। বরং মতের অমিলই বেশি। পারস্পরিক শ্রদ্ধাবোধও কম।
এদিকে ফারুক-ফাহিমের ঘটনা বিসিবির বাইরে সাড়া ফেলেছে বেশ। বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজনও ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আজ সোমবার বিকেলে সিলেটে সাংবাদিকদের সাথে আলাপে অনেক কথার ভিড়ে সুজন জানান, ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিমের মধ্যে ‘ইগো’ কাজ করছে। তাই এমন অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব ঘটেছে।
তবে সুজন নাজমুল আবেদিন ফাহিমকেই দুষছেন। সুজনের অভিযোগের তীর ফাহিমের দিকে। জাতীয় দলের এ সাবেক অধিনায়ক ও এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের কোচ সুজনের সরাসরি মন্তব্য, ‘ফাহিম ভাই একরোখা চিন্তা ভাবনা করছেন এবং তিনি ক্রিকেট অপারেশন্স-এর চেয়ারম্যান হতে লালায়িত। তাই বিসিবি প্রধানের সাথে দূরত্ব তৈরী হয়েছে।’
সুজনের মন্তব্য, ‘ফারুক ভাই আর ফাহিম ভাই দু’জনই সাবেক ক্রিকেটার, তাদের কেন ‘ইগোর’ প্রবলেম হবে? তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছেন। তারা যখন আসছেন তখন তো অনেক কমিটমেন্ট আমি দেখছিলাম। বিশেষ করে, ফাহিম ভাই তো বলছিলেন, উনি অনেক সুদূরপ্রসারী পরিকল্পনা করছেন, দেখছেন। চিন্তা করছেন। তো সেগুলো আমি এখন দেখতেছি না।’
সুজন ফাহিমের দিকে অভিযোগ তুলে বোঝানোর চেষ্টা করেন, ফাহিম ক্রিকেট অপসের প্রধান হতে মরিয়া হয়ে উঠেছেন। তাই মুখে এমন কথা ঢাকা কোচের, ‘এখন দেখতেছি লোভ লালসার মতো হয়ে যাচ্ছে যে, আমি ক্রিকেট অপারেশন্স না পেলে কাজ করব না, পদত্যাগ করব।’
সুজনের পরিষ্কার কথা, ‘এটা তো লোভ-লালসা। আমার মনে হয় কেন এই লোভ-লালসা তাদের মধ্যে আসে। আমার ক্রিকেট অপারেশনস নিতে হবে কেন? আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হই, সেখানে সার্ভ করতে পারব না কেন?’
‘আমার কেন এমন মানসিকতা থাকতে হবে যে, ক্রিকেট অপসের চেয়ারম্যান হতেই হবে। ফাহিমকে ইঙ্গিত করে সুজন প্রশ্ন করেন উনি (ফাহিম) কি ক্রিকেট অপারেশনসের মাস্টার? ওনার আগে তো আকরাম ভাই ক্রিকেট অপারেশনসের মাস্টার। উনি চাইতে পারে। কারণ আকরাম ভাই বাংলাদেশের ফরমার ক্যাপ্টেন এবং অপারেশনসের চেয়ারম্যান ছিলেন। তাহলে উনি কেন বলতেছেন, অপারেশনস ছাড়া হবেই না। এটা তো ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে।’
এআরবি/আইএইচএস