ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:০৯ পিএম, ০৩ জানুয়ারি ২০২৫

নাজমুল হোসেন শান্ত আর টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব করতে চাচ্ছেন না। সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ ও বিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি।

দুদিন আগে দুটি জাতীয় দৈনিকে এ খবর প্রকাশিতও হয়েছে। তবে ওই দুই প্রতিবেদনের কোনোটিতেই বিসিবির কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা ছিল না।

আজ শুক্রবার রাতে শেরে বাংলার প্রেসবক্সে এসে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে সে কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিসিবি বিগ-বস জানিয়ে দিলেন, ‘শান্ত টি-টোয়েন্টিতে ইচ্ছে পোষণ করেছে যে, সে স্বাচ্ছন্দ্যবোধ করছে না। প্রথম আমাকে বলেছিল। ওই ব্যাপারে আমরা আরেকজন অধিনায়ক চিন্তা করেছি। যদিও টি-টোয়েন্টি এখনও বেশ দূরে আছে। আরও প্রায় ছয় মাস পর মনে হয়। এই মুুহূর্তের ইস্যু না আর কি।’

কেউ কেউ মনে করছেন শান্তকে বাকি দুই ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরানোর চিন্তা করছে বিসিবি। ফারুক আহমেদ কিন্তু তা বলেননি। তিনি জানিয়ে দিলেন টি-টোয়েন্টি ছাড়া বাকি দুই ফরম্যাটে শান্তই অধিনায়ক থাকবেন।

নিচের কথায় মিলবে তার প্রমাণ। বিসিবি সভাপতি বলেন, ‘আমি এখনও মনে করি, শান্ত তো দলের বাইরে গেছে ইনজুরির জন্য। ও যদি ফিরে আসে, অধিনায়ক হিসেবে ফিরে আসবে। ওর মেয়াদ কতদিন; আপনারা বলেছেন যে এই ডিসেম্বর পর্যন্ত এক বছর। আমরা আসলে মনে করেছিলাম ও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক থাকবে। এরপরের ব্যাপারটা বোর্ডের কাছ থেকে...। কিন্তু এই মুহূর্তে সে ইনজুরি হয়ে বাইরে গেছে, ও অধিনায়ক হিসেবেই আসবে। এখন আমরা ওর অধিনায়কত্ব না নেওয়ার কোনো কারণ দেখছি না।’

এআরবি/এমএইচ/