তামিম, লুইস, ফ্লেচার ও চার্লসের পাশে উসমান খান
বিপিএলে সেঞ্চুরি পর সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি আসরে গেইলের আছে সর্বাধিক ৫টি শতক।
দ্বিতীয় সর্বাধিক ২টি করে সেঞ্চুরি ছিল বাংলাদেশের তামিম ইকবাল এবং ওয়েস্ট ইন্ডিজের তিন তারকা- এভিন লুইস, আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লসের। সে তালিকায় আরও একজন নাম লেখালেন।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) তামিমের সমান দুটি সেঞ্চুরির মালিক হলেন আরেকজন; উসমান খান। পাকিস্তানের এই ওপেনার পরপর বিপিএলের দুই আসরে শতক হাঁকালেন।
শেরে বাংলায় দুর্বার রাজশাহীর বিপক্ষে চিটাগং কিংসের হয়ে অনবদ্য ম্যাচ জেতানো শতক উপহার দিয়েছেন উসমান। পাকিস্তানের হয়ে ১৮ টি-টোয়েন্টি খেলা ২৯ বছর বয়সী ওপেনিং ব্যাটারের জন্ম করাচিতে।
বলে রাখা ভালো, উসমান খানের আগের সেঞ্চুরিটি গতবছর ৯ জানুয়ারি। সেবার এই শেরে বাংলা স্টেডিয়ামেই চিটাগংয়ের হয়ে খুলনার বিপক্ষে ১৭৭.৫৮ স্ট্রাইকরেটে ৫ ছক্কা ও ১০ চারে ৫৮ বলে ১০৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন উসমান।
হোম অব ক্রিকেটে উসমানের দ্বিতীয় শতকটি আরও ঝোড়ো গতির। প্রায় দুইশো (১৯৮.৩৮) স্ট্রাইকরেটে ১৩ চার ও ৬ ছক্কায় ৬২ বলে ১২৩ রানের ইনিংস পাকিস্তানি ব্যাটার।
এআরবি/এমএইচ/এএসএম