টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠালো ঢাকা
বিপিএলের গত আসরও ভালো ছিল না ঢাকা ক্যাপিটালের। টেবিলের তলানিতে থেকে বিদায় নিতে হয়েছিল রাজধানীর দলটিকে। এবারের আসরেও এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেনি দলটি। যদিও আশা করা হচ্ছিলো চিত্রনায়ক শাকিব খানের দল এবার ভালো কিছুই করবে। এখন পর্যন্ত তার কিছুই দেখা যায়নি।
বিপিএলের চলতি আসরে প্রথম দুই ম্যাচের দুটিতেই হেরেছে ঢাকা। আজ শুক্রবার তাদের তৃতীয় ম্যাচ খুলনা টাইগার্সের বিপক্ষে। এই ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরারা। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন খুলনাকে।
খুলনা এখন পর্যন্ত এক ম্যাচ খেলেছে। চিটাগং কিংসের বিপক্ষে ওই ম্যাচে ৩৭ রানের জয় পেয়েছিল তারা।
খুলনা একাদশ
মোহাম্মদ নাইম, উইলিয়াম বসিস্টো, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অংকন (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, মোহাম্মদ নওয়াজ, আবু হায়দার রনি, নাসুম আহমেদ, হাসান মাহমুদ।
ঢাকা ক্যাপিটাল একাদশ
লিটন দাস ( উইকেটরক্ষক), তানজিদ হাসান, স্টিফেন এসকিনাজি, শাহাদাত হোসেন দিপু, থিসারা পেরেরা (অধিনায়ক), শুভম রঞ্জন, চতুরাঙ্গা ডি সিলভা, আলাউদ্দিন বাবু, নাজমুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ।
এমএইচ/জিকেএস