মাথায় চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাব্বির
বল নয়, সহযোগী খেলোয়াড় শরিফুল ইসলামের সঙ্গে ধাক্কা লেগে মাথায় ব্যথা পেয়েছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটার সাব্বির হোসেন। চোট এতটাই বেশি ছিল যে, শেষ পর্যন্ত আর মাঠেই থাকতে পারলেন না তিনি। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে রাজশাহীর এই ক্রিকেটারকে।
ধাক্কা শুনে আবার কেউ কেউ ভাবতে পারেন যে, শারীরিক সংঘর্ষ হয়েছে। কিন্তু তেমন কিছু নয়। রাজশাহীর ওই দুই ক্রিকেটারের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে মূলত ক্যাচ ধরতে গিয়ে।
ঘটনাটি ঘটে চিটাগং কিংসের ইনিংসের ১৪তম ওভারে। রাজশাহীর অফস্পিনার সোহাগ গাজীর বলে তুলে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন কিংসের পাকিস্তানি ওপেনার উসমান খান। সেই ক্যাচ ধরতে ছুটে যান দুজন; শরিফুল ইসলাম ও সাব্বির হোসেন।
মাঠে পড়ে ব্যথায় কাতরাতে থাকেন সাব্বির। পরে মাঠ থেকে স্ট্রেচারে করে তাকে বাইরে নিয়ে আসা হয়। সেখানে সেবা শুশ্রূষা চলে। সাময়িক সেবা দেওয়ার পর পায়ে হেঁটেই ড্রেসিংরুমে ফিরে আসেন সাব্বির।
চোটের সেই ঝাঁকি থেকে সেরে উঠতে পারেননি সাব্বির। যে কারণেই হয়তো ব্যাট করতে নেমে ভালো করতে পারেননি রাজশাহীর এই ওপেনার। ৫ বলে ৮ রান করে আউট হন তিনি।
এআরবি/এমএইচ/এএসএম