ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

খুলনাকে পেছনে ফেলে এবারের বিপিএলের সর্বোচ্চ পুঁজি চিটাগংয়ের

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৩ জানুয়ারি ২০২৫

মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে এবারের বিপিএলের শুরু থেকেই রান হচ্ছিলো। আজ শুক্রবার ছুটির দিনে দর্শকদের বিনোদন দেওয়ার মতো আরও একটি ইনিংস খেললো চিটাগং কিংস। দুর্বার রাজশাহীর বিপক্ষে ৫ উইকেটে ২১৯ রান করেছে কিংস। চলতি বিপিএলে এখন পর্যন্ত এক ইনিংসে এটিই সর্বোচ্চ রানের স্কোর। টানা দ্বিতীয় জয় তুলে নিতে হলে রাজশাহীকে করতে হবে ২২০ রান।

চলতি বিপিএলে এর আগে সর্বোচ্চ পুঁজি ছিল খুলনা টাইগার্সের। তৃতীয় ম্যাচে এই কিংসের বিপক্ষেই ২০৩ রান তুলেছিল তারা। তাদের রেকর্ড ভেঙে গেল টুর্নামেন্টের সপ্তম ম্যাচেই।

বিপিএলের ১১তম সংস্করণের প্রথম সেঞ্চুুরির দেখাও মিললো আজ। টুর্নামেন্ট শুরুর পঞ্চম দিনে শতকটি হাঁকিয়েছেন কিংসের ব্যাটার উসমান খাজা। পাকিস্তানি এই ব্যাটারের সেঞ্চুরিতেই মূলত বড় পুঁজিটি পায় কিংস। মাত্র ৪৮ বলে তিন অংকের ম্যাজিক সংখ্যায় পৌঁছান এই ব্যাটার।

শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নামে কিংস। ওপেনার পারভেজ হোসেন ইমন ২ বলে শূন্য রানে আউট হলে গ্রাহাম ক্লার্ককে নিয়ে দুর্দান্ত জুটি করেন উসমান। ১২০ রানের জুটি করার পথে দুজনেই খেলেন মারকুটে ভঙ্গিতে। ক্লার্ক উইকেটে থাকতেই হাফসেঞ্চুরি পূর্ণ করেন উসমান। এরপর ২৫ বলে ৪০ রান করে আউট হন ক্লার্ক। তবে উইলোবাজি করেই যান উসমান।

তৃতীয় উইকেটে কিংস অধিনায়ক মোহাম্মদ মিথুনকে নিয়ে আবারও জুটি করেন উসমান। অবশেষে হাঁকিয়ে ফেলেন সেঞ্চুরিও। ইনিংসের ১৪তম ওভারে তিন অংকের স্পর্শ করেন তিনি। ১১ চারের সঙ্গে ৫ ছক্কা মেরে দর্শকদের উচ্ছ্বসিত করেন বিপিএলের প্রথম সেঞ্চুরির ইনিংস উপহার দিয়ে। বিপিএল ক্যারিয়ারে এটি উসমান খানের দ্বিতীয় সেঞ্চরি।

১৫ বলে ২৮ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে আউট হন মিথুন। দলীয় স্কোর ২০০ পার করে সাজঘরে ফেরত যান উসমান। তাসকিন আহমেদের বলে হাসান মুরাদের হাতে ক্যাচ হওয়ার আগে করেন ৬২ বলে ১২৩ রান (১৩ চার ৬ ছক্কা)। অবশেষে রাজশাহীর বিপক্ষে ২১৯ রানের বিশাল স্কোর দাঁড় করায় কিংস।

এমএইচ/