২০২৫ সালে বাংলাদেশের যত ক্রিকেট ম্যাচ
বিশ্বের অন্যান্য অঙ্গনের মতো ক্রিকেটাঙ্গনের টেবিল থেকেও সরে গেছে ২০২৪ সালের ক্যালেন্ডার। এসেছে ২০২৫ সালের নতুন ক্যালেন্ডার। এই নতুন ক্যালেন্ডারের পরতে পরতে এখন সযত্নে চোখ বোলাবে ক্রিকেট সংশিষ্টরা। কখন কোথায় কোন টুর্নামেন্ট হবে, সেখানেই নজর থাকবে তাদের।
২০২৫ সালের শুরুতেই দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল নিয়ে ব্যস্ত ক্রিকেটাররা। যদিও ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতাটি শুরু হয়েছে ২০২৪ সালের দুটি দিন নিয়েই। তবে মূল খেলাগুলো হবে ২০২৫ সালেই।
বিপিএলের পরও ক্রিকেটারদের ব্যস্ততা কমবে না। বরং বাড়বে। কেননা বিপিএলের শেষ হওয়ার পরপরই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। মিনি বিশ্বকাপ বলে খ্যাত এই টুর্নামেন্ট দিয়েই শুরু হবে বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনের খেলা। এছাড়া বাংলাদেশ পুরুষদের দলের অনেকগুলো দ্বিপক্ষীয় সিরিজ রয়েছে। সমানতালে চলবে নারীদের ক্রিকেটও।
বাংলাদেশ ক্রিকেটের ২০২৫ সালের সূচি দেখুন এক নজরে...
বাংলাদেশ জাতীয় পুরুষ দলের ২০২৫ সালের সূচি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (১৯ ফেব্রুয়ারি- ৯মার্চ)
যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপ পর্বে বাংলাদেশের খেলা ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ-জিম্বাবুয়ে (মার্চ)
জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ-পাকিস্তান (মে)
পাকিস্তান সফরে গিয়ে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি।
বাংলাদেশ-শ্রীলঙ্কা (জুন)
শ্রীলঙ্কা সফরে পূর্ণাঙ্গ সিরিজ টাইগারদের। খেলবে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি।
বাংলাদেশ-ভারত (আগস্ট)
বাংলাদেশ সফরে আসবে ভারত। টাইগারদের বিপক্ষে ম্যান ইন ব্লুজরা খেলবে ৩টি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (অক্টোবর)
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ-আয়ারল্যান্ড (নভেম্বর)
ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে টাইগারদের পূর্ণাঙ্গ সিরিজ। ২ টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি-টোয়েন্টি।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (জানুয়ারি-ফেব্রুয়ারি)
ওয়েস্ট ইন্ডিজের সফরে গিয়ে ৩টি ওয়ানডে, ৩টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ নারী দল।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ (সেপ্টেম্বর-অক্টোবর)
বাছাইপর্বে কোয়ালিফাই করা সাপেক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ-ভারত (ডিসেম্বর)
ভারত সফরে যাবে মেয়েরা। সেখানে ৩টি ওয়ানডে, ৩টি-টোয়েন্টি খেলবে তারা।
এমএইচ/