ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দর্শকদের ক্ষোভের মুখে টিকিট বুথ বাড়ালো বিসিবি

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৮ এএম, ৩১ ডিসেম্বর ২০২৪

বিপিএলের একাদশতম আসরের প্রথম দিন ঘটে গেছে অপ্রীতিকর ঘটনা। টিকিট কিনতে গিয়ে দুর্ভোগে পড়া দর্শকরা ক্ষুব্ধ হয়ে স্টেডিয়ামের একটি গেট ভেঙে ফেলেন। অনেকে স্টেডিয়ামের প্রবেশদ্বারে বিক্ষোভও করেছেন। তাদের অভিযোগ, ব্যাংক ও বুথে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি।

দর্শকদের এই ভোগান্তির কথা চিন্তা করে টিকিট বুথ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি মিরপুর ১২-এর সিটি ক্লাব গ্রাউন্ডের পাশে একটি অতিরিক্ত টিকিট বুথ স্থাপন করা হয়েছে।

এখন থেকে দর্শকরা নিম্নলিখিত স্থানগুলো থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন:

১. জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর ১০ (এসবিএনসিএস ইনডোর ট্রেনিং সেন্টারের পাশে)

২. সিটি ক্লাব গ্রাউন্ড, মিরপুর ১২

উভয় টিকিট বুথ সকাল ৮টা থেকে খোলা থাকবে। তবে আজ ব্যাংক বন্ধ থাকবে বলে মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় টিকিট পাওয়া যাবে না।

আজ বছরের শেষ দিন বিপিএলে মুখোমুখি হবে খুলনা টাইগার্স–চিটাগং কিংস এবং রংপুর রাইডার্স–সিলেট স্ট্রাইকার্স। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা মেনে দুটি ম্যাচেরই শুরুর সময় দেড় ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে। খুলনা–চিটাগং ম্যাচ দুপুর ১২টায় ও রংপুর–সিলেট ম্যাচ বিকেল ৫টায় শুরু হবে।

এমএমআর/জেআইএম