রেকর্ডের পর রেকর্ড গড়ে আফগানরা থামলো ৬৯৯ রানে
বুলাওয়ে টেস্ট জিম্বাবুয়ে এবং আফগানিস্তানকে একের পর এক রেকর্ডই উপহার দিলো গত ৫দিনে। তবে, আফগানরা যা করলো, তা রীতিমত অবিশ্বাস্য। জিম্বাবুয়ের করা রেকর্ড স্কোর ৫৮৬ রানকে টপকে যাবে, এটা হয়তো ব্যাটিংয়ের শুরুতে ভাবতেও পারেনি কোনো আফগান ক্রিকেটার।
কিন্তু রহমত শাহ এবং অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি মিলে অবিশ্বাস্য ব্যাটিং করলেন। রীতিমত অসাধ্য সাধন করলেন। ৩৬৪ রানের অবিশ্বাস্য এক জুটি উপহার দিলেন তারা। আফগানিস্তানের তৃতীয় উইকেট জুটিই নয় শুধু, যে কোনো উইকেট জুটিতে এটা সর্বোচ্চ রানের জুটি।
আফগানদের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যাক্তিগত স্কোর ছিল ২০০* রান, হাশমতউল্লাহ শহিদির। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করেছিলেন এই স্কোর। এবার হাশমতউল্লাহ শহিদিকে টপকে প্রথমে রহমত শাহ করেন ২৩৪ রান। মনে করা হচ্ছিলো, এটা বুঝি আফগানদের রেকর্ডবুকে অনেকদিন স্থায়ী হবে।
কিন্তু একদিনও টিকলো না রহমত শাহর রেকর্ড। একদিন বিরতি দিয়ে ঠিকই নিজের রেকর্ড উদ্ধার করে ফেললেন হাশমতউল্লাহ শহিদি। তিনি করলেন ২৪৬ রান। বিশাল এই স্কোরে ২১টি বাউন্ডারি মারলেও একটিও ছক্কা হাঁকাননি তিনি।
এতো গেলো ব্যক্তিগত আর জুটির রেকর্ড। এবার আশা যাক, দলীয় রেকর্ডে। ৫৮৬ রান তাড়া করতে নেমে আফগানিস্তান নিজেদের পুরনো রেকর্ডকে ছাড়িয়ে গেলো। ২০২১ সালে ৫৪৫ রান ছিল সর্বোচ্চ। ৪ উইকেট হারিয়ে এই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ঘোষণা করেছিলো সেবার আফগানিস্তান।
এবার ম্যাচের ফল হওয়ার সম্ভাবনা না থাকায় আফগান ব্যাটাররা ইচ্ছামত ব্যাটিং চালিয়ে যেতে থাকে। যার ফলে, দলীয় সংগ্রহের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে আফগানরা। ১৯৭ ওভার খেলে ৬৯৯ রানে অলআউট হয় আফগানিস্তান। ১ রানের জন্য ৭০০ হলো না। রহমত শাহ এবং হাশমতউল্লাহ শহিদির জোড়া ডাবল সেঞ্চুরি করার পর সেঞ্চুরি করেছেন আফসার জাজাইও। তিনি আউট হন ১১৩ রান করে।
আইএইচএস/