ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রথম ম্যাচেই বিতর্ক, অনুশীলন জার্সি পরে টস করলেন বিজয়

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪

বিপিএল শুরু হবে আর টুকটাক বিতর্ক হবে না, তা কী করে হয়! এবারও প্রথম ম্যাচেই বিতর্ক হলো অনুশীলন জার্সি পরে এক দলের অধিনায়ক টস করতে নেমে পড়ায়। বিপিএলের মতো আন্তর্জাতিক মানের একটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে এমন ঘটনা সমালোচনার জন্ম দেবে স্বাভাবিক।

বিপিএলের প্রথম ম্যাচ চলছে ফরচুন বরিশাল আর দূর্বার রাজশাহীর মধ্যে। ম্যাচের আগে টসে ঘটে বিতর্কিত সে ঘটনা।

টস করতে নেমেছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল এবং দূর্বার রাজশাহীর দলপতি এনামুল হক বিজয়। তামিম ম্যাচ জার্সি পরলেও বিজয়ের গায়ে দেখা যায় প্র্যাকটিস কিট।

কিন্তু কেন এমনটা হলো? দলীয় একটি সূত্র জানিয়েছে, ‘মূলত টিকিট প্রত্যাশীদের বিক্ষোভে রাজশাহীর জার্সি বহনকারী গাড়ি মাঠে পৌঁছাতে দেরি হয়। এ কারণে বাধ্য হয়ে অনুশীলন জার্সি পরে টস করতে নামেন বিজয়।’

এমএমআর/আইএইচএস/