ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কামরানের ফিফটি, রিজওয়ানের লড়াই ম্লান প্যাটারসনের ফাইফারে

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪

বক্সিং ডে টেস্টের প্রথম দিনটা তেমন জমাতে পারেনি পাকিস্তান। ব্যাটিং ব্যর্থতার আরও একটি দিন বললেও ভুল হবে না বোধহয়। সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২১১ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৮২ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।

দিনের খেলা শেষে পাকিস্তানের চেয়ে ১২৯ রানে পিছিয়ে আছে প্রোটিয়ারা। উইকেটে আছেন টেম্বা বাভুমা (৪) ও এইডেন মার্করাম (৪৭)।

টস হেরে ব্যাট করতে নেমে মধ্যাহ্নবিরতির আগেই ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। পঞ্চম উইকেটে কামরান গুলাম ও মোহাম্মদ রিজওয়ানের ৮১ রানের জুটিতে গর্তের কিনারা থেকে সরে আসে সফরকারীরা। যদিও বেশি নিরাপদ স্থানে যেতে পারেনি শান মাসুদের দল।

পাকিস্তানকে ২১১ রানে বেঁধে ফেলতে দক্ষিণ আফ্রিকার হয়ে বড় অবদান রাখেন ডেন প্যাটারসন। ৬১ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটি ডানহাতি পেসারের দ্বিতীয় ফাইফার। আরেক ডানহাতি ফাস্ট বোলার করবিন বোস ৬৩ রানে নেন ৪ উইকেট।

পাকিস্তানের হয়ে ৭১ বলে ৫৪ রান (৯ চারে) করেন কামরান। রিজওয়ান ৬২ বল খেলে করেন ২৭ রান। ২৭ বলে ২৮ রান করেন আমের জামাল। বাকিদের কেউ ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরু হলে ২ উইকেট শিকার করেন খুররম শেহজাদ। ওপেনার টনি জি জর্জি ৮ বলে ২ ও তিনে নামা রায়ান রিকেল্টন ১০ বলে ৮ রান করে আউট হন। ত্রিস্টান স্টাবসকে ৮ রানে থাকতে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মোহাম্মদ আব্বাস।

এমএইচ/জেআইএম