ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৪০৭ রান তাড়া করে জয়, ভারতের সীমিত ওভারের ক্রিকেটে রেকর্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:১০ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৪

ভারতীয় ক্রিকেট মানেই রানের খেলা। এখানে রানের রেকর্ড বেশিদিন টিকে না। পুরোনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয় দিনের ব্যবধানে। এবার রানের আরও এক অবিশ্বাস্য রেকর্ড হলো। সীমিত ওভারের ক্রিকেটে প্রথমবারের মতো ৪০৭ রান তাড়া করে ম্যাচ জিতলো কোনো দল।

ঘটনাটি উত্তর প্রদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট টুর্নামেন্টের। উত্তর প্রদেশের বিপক্ষে খেলতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৪০৬ রান করে বিদর্ভ। জবাবে ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টের ম্যাচটি ৮ উইকেট হাতে রেখে জিতে নেয় উত্তর প্রদেশ। তাও আবার মাত্র ৪১.২ ওভার খেলেই।

ভারতের ঘরোয়া ওয়ানডে ম্যাচে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। এর আগে হরিয়ানার বিপক্ষে ওয়ানডে টুর্নামেন্টে ৩৯০ রান তাড়া করেছিল বেঙ্গল মহিলা দল।

উত্তর প্রদেশের জয়ের নায়ক সামির রিজভি। রেকর্ড গড়ে ম্যাচ জেতার নৈপথ্যে অপরাজিত ২০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। এটি তার দ্বিতীয় ব্যাক টু ব্যাক ডাবল-সেঞ্চুরি। এই টুর্নামেন্টে ৬ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি হাঁকালেন রিজভি।

২০২ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ১৮টি ছক্কা ও ১০টি চার হাঁকান রিজভি। অর্থাৎ চার-ছক্কা থেকেই ১৪৮ রান কুড়িয়ে নেন তিনি।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাজে পারফরম্যান্সের কারণে উত্তরপ্রদেশের সিনিয়র বিজয় হাজারে ট্রফি দল থেকে বাদ পড়েন রিজভি। ২০২৪ সালের আসরে ৮ ম্যাচে মাত্র ১৩৬ রান করেছিলেন তিনি। এরপর অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক হওয়ার পর থেকে একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে জবাব দিচ্ছেন এই ব্যাটার। পুরো টুর্নামেন্টে আক্রমণাত্মক খেলে চমকে দিয়েছেন সবাইকে।

গেল বছরও ভারতীয় ক্রিকেটে আলোচনায় এসেছিলেন রিজভি। দল পেয়েছিলেন আইপিএলেও। তাকে ৮.৪ কোটি রুপিতে কিনেছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু নিজের দামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।

আগের মৌসুমে ভালো খেলতে না পারায় ২০২৫ সালের মেগা নিলামে রিজভির দাম খুব বেশি ওঠেনি। তাকে মাত্র ৯৫ লাখ রুপিতে পেয়ে যায় দিল্লি ক্যাপিটালস। দলে জায়গা পোক্ত করা ও আইপিএলের আগামী আসরে সেরাটা দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টাই এবার করবেন রিজভি।

এমএইচ/জেআইএম