ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এনসিএলে টুর্নামেন্ট সেরা আবু হায়দার রনি

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪

এনসিএল টি-২০’র পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছিলেন বাঁ-হাতি পেসার আবু হায়দার রনি। যদিও ফাইনালে এসে ব্যর্থ হলেন তিনি। মূলত তার দল ঢাকা মেট্রো ফাইনালে মোটেও ভালো ব্যাটিং উপহার দিতে পারেনি। ৬২ রানে অলআউট হওয়ার ফলে বল হাতে আবু হায়দার রনি ক্যারিশমা দেখানোর সুযোগই পাননি।

তবুও ব্যাট হাতে ১৩ রান করার পাশাপাশি বল হাতে ৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ১২৩ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১৩ উইকেট। যে কারণে শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্ট সেরা হয়েছেন রনি।

ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে আবু হায়দার রনি পেয়েছেন ১ লাখ টাকা পুরস্কার। এছাড়া টুর্নামেন্ট সেরা ব্যাটার হয়েছেন ঢাকা মেট্রোর অধিনায়ক নাঈম শেখ। এছাড়া সেরা বোলার হয়েছেন আলাউদ্দিন বাবু। এ দু’জন পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার টাকা করে।

ফাইনালের শুরুতে দুর্দান্ত বোলিং করে মুকিদুল ইসলাম মুগ্ধ ১২ রান দিয়ে নিয়েছে ৩ উইকেট। যে কারণে তাকে দেয়া হলো ফাইনাল সেরার পুরস্কার ২০ হাজার টাকার অর্থ পুরস্কার।

আইএইচএস/