ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এখনো স্ট্যান্ডিং কমিটি বন্টন করতে পারেনি বিসিবি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:১২ পিএম, ২১ ডিসেম্বর ২০২৪

আজ শনিবার বিসিবি পরিচালনা পর্ষদের মিটিংয়ের অন্যতম এজেন্ডা ছিল স্ট্যান্ডিং কমিটি তৈরি করা; কিন্তু মিটিংয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত স্ট্যান্ডিং কমিটি হয়নি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ স্বীকার করেছেন আজকে এ নিয়ে আলোচনাও হয়েছে।

তিনি স্বীকার করেন যে, ‘একটা (কমিটি) তৈরি করেছি। তবে এটার যদি কোনো ফিডব্যাক দিতে হয় কনসার্নড ডিপার্টমেন্টে। যেমন ফাহিম তিনটা ডিপার্টমেন্ট দেখছে, নাজমুল আবেদিন ২-৩টা ডিপার্টমেন্ট দেখবে। তারা আমাকে ওই কমিটি নিয়ে আরও ফিডব্যাক দিলে আমরা এ সপ্তাহের মধ্যে চেষ্টা করব দিয়ে দিতে। আমি অনেকবার বলেছি এই সপ্তাহের কথা। তবে এবার নিশ্চিত দিয়ে দেব।’

ফারুক জানিয়ে দেন, তিনিসহ এখন বিসিবিতে ১০ জন পরিচালক আছেন এবং তারা তিন-চারজন প্রত্যেকে দুই থেকে তিনটি করে স্ট্যান্ডিং কমিটি পরিচালনা করছেন।

এছাড়া বিসিবির গঠনতন্ত্র সংশোধন নিয়েও আলোচনা হয়েছে আজকের বোর্ড সভায়। তা জানিয়ে ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, ‘গঠনতন্ত্র সংস্কারের ব্যাপারে একটা কমিটি করা হয়েছে। এখনও লিখিত কিছু আসেনি। ওই কমিটির আরও ২-১টা মিটিং করতে হবে।’

এআরবি/আইএইচএস