ওয়ানডেতে অপ্রতিরোধ্য পাকিস্তান, ছয় সপ্তাহে টানা তৃতীয় সিরিজ জয়
গত ছয় সপ্তাহের মধ্যে দেশের বাইরে খেলা তিনটি ওয়ানডে সিরিজেই দুর্দান্ত পারফরম্যান্স দেখালো পাকিস্তান। অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ের পর দক্ষিণ আফ্রিকাকেও তাদের মাঠে ওয়ানডে সিরিজে নাকাল করলো আনপ্রেডিক্টেবলরা।
কেপটাউনে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকাকে ৮১ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। যা টানা তৃতীয় ওয়ানডে সিরিজ ও সবমিলিয়ে পাকিস্তানের টানা পঞ্চম সিরিজ জয়।
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম আর কামরান গুলামের হাফসেঞ্চুরিতে ভর করে ৩২৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল পাকিস্তান। জবাবে হেনরিখ ক্লাসেনের ৭৪ বলে ৯৭ রানের ঝড়ের পরও জিততে পারেনি প্রোটিয়ারা। ২৪৮ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আবদুল্লাহ শফিককে (০) হারায় পাকিস্তান। সায়েম আইয়ুবও (২৫) ইনিংস বড় করতে পারেননি। তবে রিজওয়ানকে নিয়ে তৃতীয় উইকেটে বাবর গড়েন ১১৫ রানের জুটি। যে জুটিতে ভর করেই বড় সংগ্রহের ভিত পায় পাকিস্তান।
২১ আন্তর্জাতিক ইনিংস পর অবশেষে ফিফটি পান বাবর আজম। ৯৫ বলে খেলেন ৭৩ রানের ইনিংস। রিজওয়ান করেন ৮২ বলে ৮০।
শেষের দিকে ঝড় তোলেন কামরান গুলাম। ৩২ বলে ৪ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৬৩ রানের বিধ্বংসী এক ইনিংস উপহার দেন তিনি।
দক্ষিণ আফ্রিকার কুইনা মাখাপা ৪টি আর মার্কো জানসেন নেন ৩টি উইকেট।
জবাবে ১১৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে এক হেনরিখ ক্লাসেন ছাড়া বলার মতো লড়াই করতে পারেননি কেউ। একটা প্রান্ত ধরে মারকুটে ব্যাটিং করে যাচ্ছিলেন ক্লাসেন। তিনিই শেষ ব্যাটার হিসেবে আউট হন।
সেঞ্চুরির একদম দোরগোড়ায় পৌঁছে যাওয়া ক্লাসেনকে শিকার করেন নাসিম শাহ। ৭৪ বলে ৯৭ রানের বিধ্বংসী ইনিংসে ৮টি চার আর ৪টি ছক্কা হাঁকান ক্লাসেন। ৪৩.১ ওভারে ২৪৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ৪টি আর নাসিম শাহ নেন ৩টি উইকেট।
এমএমআর/জিকেএস