২৮ ওভারেও হলো না জিম্বাবুয়ে-আফগানিস্তান প্রথম ওয়ানডে
বৃষ্টির কারণে হারারেতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেটি কমিয়ে আনা হয়েছিল ২৮ ওভারের ম্যাচে। তারপরও শেষ করা গেলো না। পরিত্যক্তই হয়ে গেলো ম্যাচটি।
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল আফগানিস্তান। এই ম্যাচে জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয় ইংল্যান্ড জাতীয় দলে খেলা স্যাম কারেন আর টম কারেনের ভাই বেন কারেনের।
আফগানিস্তান বেশ চেপে ধরেছিল জিম্বাবুয়েকে। ৯.২ ওভারে ৫ উইকেটে স্বাগতিকরা ৪৪ রান তোলার পর বৃষ্টিতে ফের খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর শুরু করা যায়নি। অভিষেক ম্যাচে ওপেনে নেমে ২২ বলে ১৫ করেন বেন কারেন।
আজমতউল্লাহ ওমরজাইয়ের তোপে ৪১ রানে ৫ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। ওমরজাই একাই নেন ৪ উইকেট।
এমএমআর/এমএস