ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টি

ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:২০ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪

বরাবরই বাংলাদেশ ওয়ানডেতে ভালো দল। পরিসংখ্যান সুস্পষ্ট সে সাক্ষীই দেবে। টেস্ট এবং টি-টোয়েন্টির তুলনায় ওয়ানডেতে বাংলাদেশের জয়ের পাল্লা অনেক ভারি।

কিন্তু সে চিত্র পাল্টে গেছে গত দুই বছরে। ২০২৩ এবং চলতি বছরের তথ্য উপাত্তকে মানদণ্ড ধরলে বলতে হবে বাংলাদেশ ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রেয়তর দল। এ দুই বছর টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের জয় বেশি।

২০২৩ সালে বাংলাদেশ ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১০টিতে জিতেছিল। আর ওই বছর ওয়ানডেতে ৩২ ম্যাচে বাংলাদেশের জয় ছিল ১১টি।

একইভাবে চলতি বছর ৯ ওয়ানডেতে টিম বাংলাদেশের জয় মোটে ৩টি। আর টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২২ ম্যাচে টাইগাররা পেয়েছে ১০ জয়।

শুধু ম্যাচ জয়ের হিসেবেই নয়। সিরিজ হিসেব করলেও টি-টোয়েন্টিতে সাফল্যর হার বেশি টাইগারদের। ২০২৪ সালে টিম বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলেছে ৩টি (ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে)। ওই তিন সিরিজের দুটিতেই হেরেছে (ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তানের বিপক্ষে) টাইগাররা।

সে তুলনায় টি-টোয়েন্টিতে রেকর্ড ভালো। টি-টোয়েন্টি ফরম্যাটে এ বছর বাংলাদেশ যে ১০ জয় পেয়েছে তার ৪টিই অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে। এছাড়া নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্রের সাথে একটি করে ৩টি, শ্রীলঙ্কার বিপক্ষে দুটি এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচ জিতেছে।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই জিতেছে বাংলাদেশ। ক্যারিবীয়রা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে জয়কে ছোট করে দেখার অবকাশ নেই, সেটাও আবার তাদেরই মাঠে

এখন দেখার বিষয়, বছরের শেষ টি-টোয়েন্টি সিরিজটি জয় দিয়ে শেষ করতে পারে কিনা টাইগাররা। সেন্ট ভিনসেন্টে ক্যারিবীয়দের সাথে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৭ রানের কৃতিত্বপূর্ণ জয় সিরিজ বিজয়ের দ্বার খুলে গেছে। আগামীকাল বুধবার ভোরে জিততে পারলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের।

এআরবি/এমএমআর/এমএস